জামালপুর প্রতিনিধি

  ১১ সেপ্টেম্বর, ২০১৮

উপখাদ্য পরিদর্শকের বদলি

মাস পেরোলেও আগের স্থানেই বহাল

জামালপুরের সিংহজানী খাদ্যগুদামের উপপরিদর্শক মো. আশরাফ আলীকে মানিকগঞ্জ জেলায় বদলি করা হয়েছে। কিন্তু রহস্যজনক কারণে দেড় মাস ধরে বদলির আদেশ এলেও তিনি আগের স্থানে কর্মরত আছেন। গত ২৬ জুলাই ঢাকার আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মো. জামাল হোসেনের স্বাক্ষরিত আদেশে তাকে বদলি করা হয় বলে জানা যায়।

সংশ্লিষ্ট কার্যালয় ও স্থানীয় সূত্র জানা যায়, খাদ্যগুদামে প্রভাবশালী সিন্ডিকেট গড়ে তোলা ও বিভিন্ন অনিয়মের অভিযোগ ছিল উপপরিদর্শক মো. আশরাফ আলীর বিরুদ্ধে। এসব অভিযোগের ভিত্তিতে গত ২৬ জুলাই তাকে জামালপুর থেকে মানিকগঞ্জে বদলির আদেশ দেওয়া হয়। কিন্তু দেড় মাস পার হলেও তিনি নতুন কর্মস্থলে যোগ দেননি। প্রভাব খাটিয়ে এখনো জামালপুরের কর্মরত রয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে উপপরিদর্শক মো. আশরাফ আলী বদলি সম্পর্কে বলেন, ‘পারিবারিক সমস্যার কারণে আমি মানিকগঞ্জে যোগদান করেনি। বদলি প্রত্যাহারের জন্য আমি ঢাকার আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের কাছে আবেদন করেছি। ওই আবেদনের কোনো আদেশ না দেওয়ায় আমি জামালপুরেই কর্মরত আছি।’

জামালপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মাহবুবুর রহমান বলেন, ‘তার বদলির আদেশ আমি পেয়েছি। তবে তিনি ঢাকার আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের কাছে বদলি স্থগিত চেয়ে আবেদন করেছেন। ওই আবেদনের কোনো নির্দেশনা না আসায় তাকে ছাড়া হয়নি।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close