উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

  ১১ সেপ্টেম্বর, ২০১৮

ভ্রাম্যমাণ আদালত

উলিপুরে মাকে পেটানো ছেলের ১৫ দিনের জেল

কুড়িগ্রামের উলিপুরে বসতবাড়ির আট শতাংশ জমির জন্য মাকে পেটানো এক পাষ- ছেলের ১৫ দিনের বিনাশ্রম কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত রোববার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মুহাম্মদ শফিকুল ইসলামের কার্যালয়ে আদালত বসিয়ে লম্পট ছেলে জসিম উদ্দিনকে এ শাস্তি দেন।

জানা গেছে, উপজেলার গুনাইগাছ রামধন গ্রামের নূর জামালের (৫০) স্ত্রী জরিনা বেগমের (৪৫) নামে থাকা বসতভিটার ৮ শতাংশ জমি নিজের নামে লিখে দেওয়ার জন্য দীর্ঘদিন থেকে অমানুষিক নির্যাতন চালিয়ে আসছিল ছেলে জসিম। জরিনা বেগম নির্যাতন সহ্য করতে না পেরে এক বছর ধরে উপজেলার তবকপুর ইউনয়নের বামনাছড়া গ্রামে বাবাবাড়িতে বসবাস করছেন। রোববার সকালে একটি এনজিওর কিস্তি দিতে এলে জসিম উদ্দিন (২০) মায়ের সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে হাতে থাকা রড দিয়ে জরিনা বেগমকে এলোপাতাড়ি পেটাতে থাকে। পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পাষ- ছেলেকে পুলিশে সোপর্দ করেন।

উলিপুর থানার ওসি মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামি জসিম উদ্দিনকে কুড়িগ্রাম জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close