রংপুর ব্যুরো

  ১১ সেপ্টেম্বর, ২০১৮

কোটা বহালের দাবি

আদিবাসী ছাত্র পরিষদের মানববন্ধন

সরকারি চাকরি ও উচ্চ শিক্ষায় কোটা বহালের দাবিতে রংপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করেছে আদিবাসী ছাত্র পরিষদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা। গতকাল সোমবার সকালে সংগঠনের সভাপতি রাজিব কুমার মাহাতোর সভাপতিত্বে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদের উপদেষ্টা অশোক সরকার, বাসদ রংপুর জেলা সমন্বয়ক কমরেড আবদুল কুদ্দুস, যুগেশ ত্রিপুরা, শেখ পাড়া রিনা মুরমু প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, সরকার কোটা বাতিলের যে চক্রান্ত চালাচ্ছে আদিবাসী ছাত্র সমাজ তা মেনে নেবে না। আদিবাসীরা এখনো রাষ্ট্রীয়ভাবে নানা নিপীড়নের স্বীকার। সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে বঞ্চিত। আদিবাসীদের এগিয়ে নিতে কোটা বহাল রাখতে হবে। অন্যথায় আদিবাসী ছাত্র সমাজকে নিয়ে আন্দোলন করা ছাড়া আমাদের বিকল্প পথ নেই।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close