প্রতিদিনে সংবাদ ডেস্ক

  ১১ সেপ্টেম্বর, ২০১৮

বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে মানববন্ধন

তৃতীয় ধাপে জাতীয়করণ থেকে বঞ্চিত সব বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে মানববন্ধন, সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। গতকাল সোমবার দেশের বিভিন্ন স্থানে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বাদপড়া ৪ হাজার ১৫৯টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবি জানান হয়। প্রতিধিদের পাঠানো খবরÑ

রংপুর : রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও সমাবেশে বক্তব্য দেন জেলা শিক্ষক সমিতির সভাপতি মো. বখতিয়ার আলম। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সম্পাদক মো. বেলাল মিয়া, শিক্ষক মো. আবদুল কাদের, শ্রী রবিন চন্দ্র, নাসরীন বেগম, মাফরুহা আরফিন, মনতুজুল আলম রতন, রুবিনা বেগম প্রমুখ।

গাইবান্ধা : গাইবান্ধায় মানববন্ধনে বক্তব্য রাখেন বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি মামুনুর রশিদ খোকন, সিনিয়র যুগ্ম মহাসচিব সুমন কুমার চাকী, জেলা শাখার সভাপতি মো. মোজাফফর হোসেন, সহসভাপতি মো. মেরাজ হোসেন, সম্পাদক মো. আতিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, সদস্য মো. আবদুল্যাহ আল মাবুদ সরকার, আনোয়ার হোসেন ও শান্তÍনা আক্তার প্রমুখ।

ঝিনাইদহ : ঝিনাইদহের সমাবেশে বক্তব্য দেন, বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মিজানুর রহমান, জেলা শাখার সভাপতি জে এম দাউদ হোসেন, সম্পাদক চাঁদ আলী, শিক্ষক অলোক মিত্র, নাজমা আক্তার, জাহিদ হোসেন, সবুরা খাতুন প্রমুখ।

নেত্রকোনা : নেত্রকোনায় মানববন্ধনে বক্তব্য দেন কেন্দ্রীয় শিক্ষক সমিতির মহিলাবিষয়ক সম্পাদিকা নিগার সুলতানা, জেলা শিক্ষক সমিতির সিনিয়র যুগ্ম আহবায়ক জুয়েল মিয়া, মমতাজুল ইসলাম রানা, সাইফুল আলম, মো. আবদুল হেলিম, ইব্রাহিম খলিল, ইলিয়াস প্রমুখ।

বরগুনা : বরগুনায় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে বেসরকারি শিক্ষক সমিতি বরগুনা জেলা শাখার সভাপতি মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন বেসরকারি শিক্ষক সমিতি জেলা শাখার সম্পাদক খন্দকার ওয়াদুদ হোসেন, সাংগঠনিক সম্পাদক সামসুজ্জামান শানু, শিক্ষক সৈয়দ নাজমুল হক, রাবেয়া আক্তার প্রমুখ।

সাতক্ষীরা : সাতক্ষীরায় মানববন্ধনে জেলা শাখার সভাপতি আ জ ম নাসির উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য দেন সমিতির সম্পাদক মনোরঞ্জন কুমার দাশ, শিক্ষক এম মুনছুর আলী, নজরুল ইসলাম, সঞ্জয় ভট্টাচার্য, সোহরাব হোসেন, সাগরিকা দাশ, সাবিনা ইয়াসমিন ও ওলিউর রহমান প্রমুখ।

নড়াইল : নড়াইলে মানববন্ধনে বক্তব্য দেন জেলা কমিটির সভাপতি সৈয়দ মাহবুব আলী, সম্পাদক কিশোর কুমার গোস্বামী, রেজাউল করিম, মিজানুর রহমান, ফেরদৌসী খানম প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close