গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

  ১০ সেপ্টেম্বর, ২০১৮

গোবিন্দগঞ্জে জাল সার্টিফিকেট তৈরির সরঞ্জামসহ আটক ১

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অভিযান চালিয়ে জাল সার্টিফিকেট তৈরির সরঞ্জামসহ সেলিম সরকার (২৭) নামের এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ। গত শনিবার বিকেলে পৌরশহরের উপজেলা মোড় সংলগ্ন খান মার্কেটে থেকে তাকে আটক করা হয়। আটক সেলিম গোবিন্দগঞ্জ উপজেলার মাগুড়া সোনারপাড়া গ্রামে তোজাম্মমেল হকের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশ গত শনিবার বিকেলে পৌরশহরের উপজেলা মোড় সংলগ্ন খান মার্কেটে অভিয়ান চালায়। এ সময় সেলিম সরকারের দোকান থেকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের একাধিক জাল সার্টিফিকেট, সার্টিফিকেট তৈরির বিভিন্ন সরঞ্জাম, ১টি কম্পিউটার, বিভিন্ন প্রতিষ্ঠানের নকল সীলসহ সেলিম সরকারকে আটক করা হয়। সেলিম দীর্ঘ দিন থেকে টাকার বিনিময়ে বিভিন্ন শিক্ষা বোর্ডের জাল সনদপত্র, জাল ভোটার আইডি কার্ড, জাল প্রশংসাপত্রসহ বিভিন্ন ধরনের জাল কাগজপত্র তৈরি করে আসছিল।

জেলা ডিবি পুলিশের ওসি মেহেদী হাসান জানান, আটক সেলিমের বিরুদ্ধে আরো একটি মামলা আদালতে বিচারাধীন আছে। এ ব্যপারে থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close