সাতক্ষীরা প্রতিনিধি

  ১০ সেপ্টেম্বর, ২০১৮

হেলমেট নেই তো তেল নেই সাতক্ষীরায়

মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে দুর্ঘটনা রোধ করা ও ট্রাফিক আইন মানতে সাতক্ষীরা জেলাব্যাপী সকল পেট্রোল পাম্পে হেলমেট না থাকলে তেল দিতে নিষেধ করা হয়েছে। জেলা পুলিশ সুপার সাজ্জাদুর রহমানের নির্দেশনা বার্তা সম্বলিত একটি করে ব্যানার ঝুলিয়ে দেওয়া হয়েছে জেলা ও উপজেলার সকল পেট্রোল পাম্পে। সেখানে লেখা রয়েছে ‘হেলমেট নেই তো তেল নেই।’

তবে বিষয়টি ইতিবাচক হিসেবে দেখছেন সাতক্ষীরার সচেতন নাগরিকরা। সাতক্ষীরার আলীপুর এলাকায় পেট্রোল পাম্প থেকে পেট্রোল নেওয়ার পর নেওয়াজ জিমি নামের একজন বলেন, জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সুন্দর একটি উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগকে স্বাগত জানাচ্ছি।

অপরদিকে, শহরের লাবনী মোড় এলাকার পেট্রোল পাম্পের কর্তৃপক্ষরা জানান, গত দুইদিন থেকে প্রশাসনের নির্দেশনা পাওয়ার পর হেলমেটবিহীন কোন চালককে আমরা তেল দিচ্ছি না। সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, পুলিশ সুপার সাজ্জাদুর রহমানের নির্দেশনা অনুসারে সকল পেট্রোল পাম্পে নির্দেশনা দেওয়া হয়েছে হেলমেট বিহীন কোন চালককে যেন তেল না দেয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close