মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

  ১০ সেপ্টেম্বর, ২০১৮

মাদারগঞ্জে নৌকা বাইচ প্রতিযোগিতা

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকেলে সিধুলী ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে মদন গোপাল কৃষ্টপুর ব্রিজ এলাকায় ঝিনাই নদীতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার উদ্বোধন করেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি।

সিধুলী ইউপি চেয়ারম্যান মাহবুব আলম মিরনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমেদ চৌধুরী, যুগ্ম সম্পাদক সালেহ সফিক গেন্দা, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল আমিন চান, সানোয়ার হোসেন সানু, মহিলাবিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু জীবন কৃষ্ণ শাহা, পৌর মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির প্রমুখ।

এদিকে, নৌকা বাইচকে কেন্দ্র করে ঝিনাই নদীর দুই পাড়ে সৃষ্টি হয় আনন্দ উৎসব। নৌকা বাইচ প্রতিযোগিতায় মোট ছয়টি দল অংশ নেয়। প্রতিযোগিতায় জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমেদ চৌধুরীর বঙ্গতরী প্রথম ও মেলান্দহের ঝাওগাড়া একতা সংঘের হিমেল চৌধুরীর নৌকা দ্বিতীয় স্থান অর্জন করে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close