শাবিপ্রবি প্রতিনিধি

  ১০ সেপ্টেম্বর, ২০১৮

ইউজিসি স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির চার শিক্ষক

গবেষণায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) চার শিক্ষক পাচ্ছেন ইউজিসি স্বর্ণপদক-২০১৭।

সম্প্রতি ইউজিসির ওয়েবসাইটে প্রকাশিত স্বর্ণপদকের জন্য মনোনীত শিক্ষকদের তালিকা থেকে এ তথ্য জানা যায়। আগামীকাল মঙ্গলবার ঢাকায় এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাদের হাতে পুরষ্কার তুলে দিবেন।

পুরষ্কারের জন্য মনোনীত শিক্ষকরা হলেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস, একই বিভাগের অধ্যাপক ড. আবদুস সোবহান, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ এবং সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close