মানিকগঞ্জ প্রতিনিধি

  ০৯ সেপ্টেম্বর, ২০১৮

মানিকগঞ্জে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

মানিকগঞ্জ সদর উপজেলার বালিরটেক এলাকায় গত শুক্রবার বিকেলে কালিগঙ্গা নদীতে হয়ে গেল গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ। প্রতি বছর ভাদ্র মাসে এই বাইচের আয়োজন করা হয়। এবারও বালিরটেক বাজার বণিক সমিতি ও ভারারিয়া ইউনিয়ন পরিষদ যৌথভাবে এই নৌকাবাইচের আয়োজন করে। এবারের বাইচে মানিকগঞ্জসহ আশপাশের আরো ৫ জেলার ৪০টি নৌকা অংশ নেয়। নদীর দুই পাড়ে দাঁড়িয়ে ও ট্রলার-নৌকায় উঠে অন্তত ২০ হাজার মানুষ এই নৌকাবাইচ উপভোগ করে।

গ্রাম-বাংলার ঐতিহ্য নৌকাবাইচ দেখতে দুপুর থেকে কালিগঙ্গার পাড়ে হাজির হতে থাকে নানা বয়সী মানুষজন। বিকেল গড়াতেই হাজার হাজার মানুষের উপচে পড়া ভিড়। বাইচের নৌকার সঙ্গে পাল্লা দিয়ে বিভিন্ন ট্রলার, স্পিডবোটে চড়ে শত শত দর্শক এ বাইচ উপভোগ করেন।

বাইচ শেষে বিজয়ীদের মধ্যে ফ্রিজ ও টেলিভিশন পুরস্কার দেওয়া হয়। এ ছাড়া বাইচে অংশ নেওয়া সব প্রতিযোগী নৌকাকে সান্ত¦না পুরস্কার দেওয়া হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close