চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

  ০৯ সেপ্টেম্বর, ২০১৮

জাল টাকা তৈরির সরঞ্জামসহ রুপি উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার টিকরামপুরে জাল টাকা ছাপানোর কারখানার সন্ধান পেয়েছেন র‌্যাব-৫-এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার বিকেলে অভিযান চালিয়ে সেখান থেকে জাল টাকা ছাপানোর বিভিন্ন সরঞ্জামও জব্দ করেছে র‌্যাব। এ ঘটনায় জাল টাকা তৈরির কারখানার ‘মূল হোতাকে’ আটক করা হয়েছে। আটক রুবেল হোসেন (২১) চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার জোড়বাগানের আকবর আলীর ছেলে। শুক্রবার সন্ধ্যায় অভিযান শেষে র‌্যাব-৫-এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের স্কোয়াড্রন লিডার আবু সাঈদ আবদুল্লাহ আল মুরাদ বলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার টিকরামপুর উচ্চ বিদ্যালয়ের সামনের একটি বাসায় জাল টাকা তৈরির কারখানার সন্ধান পান র‌্যাব সদস্যরা। ওই বাসায় অভিযান চালিয়ে জাল টাকা তৈরির বিপুল পরিমাণ দেশি-বিদেশি সরঞ্জাম জব্দ করা হয়। উদ্ধার হওয়া সরঞ্জামের আনুমানিক মূল্য ১ কোটি টাকা। তিনি আরো বলেন, রুবেল হোসেন ৬ মাস থেকে শহরের টিকরামপুরের নুরুল ইসলাম জামালের বাড়ি ভাড়া নিয়ে জাল টাকা তৈরির কারখানা স্থাপন করে দেশের বিভিন্ন চোরাকারবারি ও জাল ব্যবসায়ীদের কাছে পৌঁছে দিত।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close