খুলনা ব্যুরো

  ০৮ সেপ্টেম্বর, ২০১৮

কেসিসির বাজেট ঘোষণা ১৩ সেপ্টেম্বর

খুলনা সিটি করপোরেশনের ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেট আগামী ১৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার ঘোষণা করা হবে। সিটি মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে বাজেট ঘোষণা করবেন। গত বৃহস্পতিবার বেলা ১১টায় নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে কেসিসির ৩০তম বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিটি মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান সভায় সভাপতিত্ব করেন। সভায় ২০১৭-১৮ অর্থবছরের সংশোধিত বাজেট এবং ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত খসড়া বাজেট উপস্থাপন করেন কেসিসির অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর শেখ গাউসুল আজম। সভা পরিচালনা করেন প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) পলাশ কান্তি বালা।

সভায় সিটি মেয়র বিদায়ী পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের বিবরণ তুলে ধরে বলেন, খুলনা মহানগরীর উন্নয়ন ও নগরবাসীর জন্য সেবামূলক কর্মকান্ড অব্যাহত রাখতে নগরবাসীর চাহিদার আলোকে প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে। কেসিসির প্যানেল মেয়র আনিছুর রহমান বিশ্বাস, শেখ হাফিজুর রহমান হাফিজ, রুমা খাতুনসহ কাউন্সিলর, সংরক্ষিত আসনের কাউন্সিলর ও কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close