হিলি (দিনাজপুর) প্রতিনিধি

  ২১ আগস্ট, ২০১৮

হিলি স্থলবন্দরে ৬ দিন আমদানি রফতানি বন্ধ

ঈদুল আজহা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে ছয় দিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। গতকাল সোমবার থেকে এ বন্ধ শুরু হয়। বন্ধের সময় এ বন্দর দিয়ে ভারতের সঙ্গে সব প্রকার পণ্য আমদানি-রফতানি বন্ধ থাকবে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি আবদুস সবুর মিয়া জানায়, বন্দর দিয়ে বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকলেও হিলি চেকপোস্ট দিয়ে পাসপোর্টে সাধারণ যাত্রী পারাপার স্বাভাবিক আছে। হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান জানান, ২০ আগস্ট সোমবার থেকে টানা ছয় দিন আমদানি-রফতানিসহ বন্দরের সব কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close