বাগেরহাট প্রতিনিধি

  ২০ আগস্ট, ২০১৮

পৃথক স্থানে বজ্রপাতে ৩ কৃষক ও দুই গরুর মৃত্যু

বাগেরহাটের শরণখোলা উপজেলায় বৃষ্টির সময় পৃথক বজ্রপাতের ঘটনায় দুই কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো একজন। গতকাল রোববার সকালে উপজেলায় ধানসাগর ইউনিয়নের খেজুরবাড়িয়া ও রায়েন্দা ইউনিয়ন উত্তর রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন আমিনুল ইসলাম খান ও কালাম গাজী। আমিনুল খেজুরবাড়ীয়া গ্রামের নুরুল হক খানের ছেলে ও কালাম গাজী উত্তর রাজাপুর গ্রামের প্রয়াত শফিজ উদ্দিন গাজীর ছেলে। বজ্রপাতে আহত একজন হলেন রায়েন্দা ইউনিয়নের উত্তর রাজাপুর গ্রামের কবির খান।

গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে বজ্রপাতে প্রশান্ত বাড়ৈ (৩২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার সকাল ৯টার দিকে মুকসুদপুর উপজেলার উজানী ইউনিয়নের বাসুদেবপুর গ্রামে এই ঘটনা ঘটে। জানা গেছে, সকালে বৃষ্টির মধ্যে প্রশান্ত বাড়ির উঠানে কাজ করছিল। এ সময় বজ্রপাতে তিনি মারাত্মক আহত হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

হাটহাজারী (চট্টগ্রাম) : চট্টগ্রামের হাটহাজারীতে বজ্রপাতে দুইটি গরুর মৃত্যু হয়েছে। গতকাল রোববার ভোর রাতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া এলাকার মুরাদপুর তালুকদার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। গরুর মালিক স্থানীয় নূর আহম্মদ তালুকদারের ছেলে আজম খাঁন জানান, গত শনিবার রাতে গোয়াল ঘরে গরু দুইটি বেঁধে রেখে তারা ঘুমিয়ে পড়েন। গতকাল রোববার ভোরে বৃষ্টির সঙ্গে বজ্রপাতে গরু দুইটি মারা যায়। বজ্রপাতে নিহত গরু দুইটির মূল্য আনুমানিক দেড় লাখ বলে জানান তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close