গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

  ১৯ আগস্ট, ২০১৮

‘নেউল আমার সব ধ্বংস করে দিল’

ময়মনসিংহের গৌরীপুরে নেউলের আক্রমণে প্রায় ৭০০ মুরগির বাচ্চা মারা গেছে। গতকাল শনিবার সকালে উপজেলার সদর ইউনিয়নের কোনাপাড়া গ্রামে রাকিব আহমেদ শাওনের খামারে এই ঘটনা ঘটে। পরে মৃত বাচ্চার মরদেহ মাটিতে পুঁতে রাখা হয়। জানা যায়, কোনাপাড়া গ্রামের বাসিন্দা শাওন দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে খামার করে মুরগির ব্যবসা করে আসছিলেন। গত বৃহস্পতিবার রাতে শাওন নিজের খামারের জন্য ঢাকা থেকে দুই দিন বয়সী ৯০০ ব্রয়লার মুরগির বাচ্চা ২৫ হাজার টাকায় ক্রয় করেন। গতকাল শনিবার সকালে শাওন খামারে বাচ্চাদের খাবার দিয়ে বাড়িতে গেলে জঙ্গল থেকে কয়েকটি নেউল খামারে ঢুকে মুরগির বাচ্চার ওপর আক্রমণ চালায়। এ সময় নেউলের কামড়ে প্রায় ৭০০ বাচ্চা মারা যায়। খবর পেয়ে বাড়ির লোকজন ঘটনাস্থলে ছুটে আসলে পালিয়ে যায় নেউলগুলো।

খামারি শাওন জানান, লাভের আশায় অনেক কষ্ট করে টাকা জোগাড় করে মুরগির বাচ্চাগুলো খামারে তুলেছিলাম। কিন্তু নেউল আমার সব ধ্বংস করে দিল। খাবার ও মুরগির বাচ্চার দামসহ আমার প্রায় ২০ হাজার টাকা ক্ষতি হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close