প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৬ আগস্ট, ২০১৮

জাতির পিতার ৪৩তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস

বিদেশে পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে শাস্তির দাবি

১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস। দিবসটি উপলক্ষে গতকাল বুধবার দেশব্যাপী শোক র‌্যালি, আলোচনা সভা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় ও দলীয় পতাকা অর্ধ উত্তোলন, কোরআনখানি ও দোয়া মাহফিল, শিশু-কিশোরদের চিত্রাঙ্কন, আবৃত্তি, হামদ নাত ও রচনা প্রতিযোগিতা, যুব উন্নয়নের চেক বিতরণ, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও মেডিকেল ক্যাম্প, বঙ্গবন্ধুর জীবনীর ওপর আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শোক দিবসের কর্মসূচিতে বক্তারা বিদেশে পলাতক বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে শাস্তির দাবি জানিয়েছেন বক্তারা। প্রতিনিধিদের পাঠানো খবরÑ

ভোলা : ভোলার আলতাজের রহমান ডিগ্রি কলেজে আলোচনা সভায় উপস্থিত ছিলেন অধ্যক্ষ জাহান জেব আলম, জেলা আ.লীগের যুগ্ম সম্পাদক এনামুল হক আরজু,

প্রতিষ্ঠানের ভাইস পিন্সিপল ফেরদাউস বাহাদুরসহ শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।

গাইবান্ধা : গাইবান্ধায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি, জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল, পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া, জেলা আ.লীগ সভাপতি অ্যাড. সৈয়দ-শামস-উল আলম হিরু, মোজাম্মেল হক মন্ডল, পৌর মেয়র অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন প্রমুখ।

খাগড়াছড়ি : খাগড়াছড়িতে শোক র‌্যালিতে অংশ নেন ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাক্সফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী মর্যাদা) ও সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, সাবেক এমপি যতীন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, নবাগত জেলা প্রশাসক শহিদুল ইসলাম, পুলিশ সুপার আলী আহম্মদ খান, পৌর মেয়র রফিকুল আলম, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রইস উদ্দিন প্রমুখ।

লালমনিরহাট : লালমনিরহাটে শোক র‌্যালি পরবর্তী সভায় বক্তব্য দেন সংসদ সদস্য আবু সালেহ মো. সাঈদ দুলাল, জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য অ্যাড. সফুরা বেগম রুমী, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান, পুলিশ সুপার এস. এম রশিদুল হক প্রমুখ।

নরসিংদী : নরসিংদীতে বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুল, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মাহাবুব উল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল আউয়াল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুষমা সুলতানা, জেলা সেক্টর ফোরামের সভাপতি মোতালেব পাঠান প্রমুখ।

বাগেরহাট : বাগেরহাট জেলা প্রশাসক তপন কুমার বিশ^াসের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা আ.লীগের সভাপতি ডা. মোজাম্মেল হোসেন এমপি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মীর শওকাত আলী বাদশা এমপি, জেলা আ.লীগের সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ কামরুজ্জামান টুকু, বাগেরহাট পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার প্রমুখ।

মাদারীপুর : মাদারীপুর জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মিয়াজ উদ্দিন খান, অতিরিক্ত পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠন, সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, জেলা আ.লীগের সম্পাদক কাজল কৃষ্ণ দে, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শাহজাহান হাওলাদার প্রমুখ।

রংপুর : রংপুর নগরীর ডিসির মোড়স্থ বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করেন রংপুর বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ. মেট্রোপলিটন কমিশনার আব্দুল আলিম, রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য, জেলা প্রশাসক এনামুল হাবীব, পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা আ.লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সম্পাদক অ্যাড. রেজাউল করিম রাজু, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. ছাফিয়া খানম প্রমুখ।

পঞ্চগড় : পঞ্চগড় জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম সুজন, আ.লীগ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত স¤্রাট, সাবেক সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, প্রধানমন্ত্রী কার্যালয়ের এটুআই প্রকল্পের জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ ও কেন্দ্রীয় আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক বিভাগীয় উপকমিটির সহসম্পাদক নাইমুজ্জামান মুক্তা, পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহম্মেদ প্রমুখ।

ফরিদপুর : ফরিদপুরের বোয়ালমারীতে সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা আ.লীগের কার্যনির্বাহী সদস্য আরিফুর রহমান দোলন, বোয়ালমারী পৌর কৃষকলীগের আহ্বায়ক

রোকনউজ্জামান, বোয়ালমারী উপজেলা কৃষকলীগের আহ্বায়ক সৈয়দ আব্দুর রহমান বাশার, সদস্য সচিব মনিরুজ্জামান মৃধা লিটন, গোপালপুর ইউপি চেয়ারম্যান ইনামুল হাসান প্রমুখ।

বগুড়া : বগুড়া জেলা প্রশাসক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকীর নেতৃত্বে শোক র‌্যালিতে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা, জেলা আ.লীগের সভাপতি মমতাজ উদ্দিন, সম্পাদক মজিবর রহমান মজনু, জেলা পরিষদ চেয়ারম্যান ডা: মকবুল হোসেন, প্রধান নির্বাহি কর্মকর্তা আমিরুল ইসলাম, সিভিল সার্জন ডা. শামসুল হক প্রমুখ।

পাবনা : পাবনায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, জেলা প্রশাসক জসিম উদ্দিন, পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম, আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট ড. লুৎফর রহমানসহ মুক্তিযোদ্ধা সংসদ এবং বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলো।

নাটোর : নাটোরে আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা আ.লীগের সম্পাদক শফিকুল ইসলাম শিমুল এমপি। আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শাহিনা খাতুন, পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, সদর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, পৌর মেয়র উমা চৌধুরী জলি।

মানিকগঞ্জ : মানিকগঞ্জে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন, সংসদ সদস্য এএম নাঈমুর রহমান দূর্জয়, জেলা প্রশাসক এসএম ফেরদৌস, এসপি রিফাত রহমান শামীম, জেলা আ.লীগের সভাপতি এ্যাড. গোলাম মহীউদ্দিন, সম্পাদক এ্যাড. আব্দুস সালাম।

ফরিদপুর : ফরিদপুরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক লিমিটেডের জেনারেল ম্যানেজার মো. জহিরুল ইসলাম। এতে বক্তব্য দনে ডেপুটি জেনারেল ম্যানেজার লহ্মীনারায়ন ঘোষাল, ডেপুটি জেনারেল ম্যানেজার মো. শহীদুল আলম, ডেপুটি জেনারেল ম্যানেজার নিরেন্দ্র নাথ দাস প্রমুখ।

জয়পুরহাট : জয়পুরহাটে আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংসদ সদস্য এ্যাড. সামছুল আলম দুদু, জেলা প্রশাসক মোহাম্মদ হোসেন, পুলিশ সুপার রশীদুল হাসান ও জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাকসহ অনেকে।

কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় ইউএনও ইশরাত জাহান কেয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আব্দুল ওয়াহাব আইন উদ্দিন।

হবিগঞ্জ : হবিগঞ্জে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, হবিগঞ্জ-২ আসনের এমপি ও জেলা আ.লীগের সম্পাদক আব্দুল মজিদ খান। আরো উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মাহমুদুল করিব মুরাদ, পুলিশ সুপার বিধান ত্রিপুরা, অতিরিক্ত জেলা প্রশাসক সফিউল ইসলাম, জেলা আ.লীগের সহসভাপতি আলমগীর চৌধুরী প্রমুখ।

পটুয়াখালী : পটুয়াখালীতে আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোঃ মাছুমুর রহমান, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী ও জেলা আ.লীগের সভাপতি শাহজাহান মিয়া, জেলা পরিষদ প্রশাসক খলিরুর রহমান মোহন মিয়া, পুলিশ সুপার মোহাম্মাদ মইনুল হাসান।

জামালপুর : জামালপুরে আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মুহাম্মদ বাকী বিল্লাহ্র সভাপতিত্বে বক্তব্য দেন জামালপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ¦ মো. রেজাউল করিম হীরা।

ঝিনাইদহ : ঝিনাইদহে আলোচনা সভায় জেলা প্রশাসক সরোজ কুমার নাথ এর সভাপতিত্বে বক্তব্য দেন পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সম্পাদক ও পৌর মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোদেজা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বাকাহীদ হোসেন প্রমুখ।

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ আব্দুল লতিফ বিশ^াস, সাম্পদক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি, আলহাজ¦ দানিউল হক মোল্লা প্রমুখ।

মেহেরপুর : মেহেরপুরে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন। আরো ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ গোলাম রসুল, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান প্রমুখ।

জাককানইবি : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এএইচএম মোস্তাফিজুর রহমান। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ব বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক বীরমুক্তিযোদ্ধা প্রফেসর ড. গাজী সালেহ উদ্দিন।

শাবিপ্রবি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ।

রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আলোচনা সভায় বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান। এ সময় আরো উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা ও অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, কোষাধ্যক্ষ অধ্যাপক একেএম মোস্তাফিজুর রহমান আল আরিফ, রেজিস্ট্রার অধ্যাপক এমএ বারী।

বাকৃবি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য অধ্যাপক ড. মো আলী আকবর এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান।

ইবি : ইবিতে আলোচনা সভা ইবি প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসাইন রুদ্রর সভাপতিত্বে বক্তব্য দেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ও ইবি প্রেসক্লাবের সাবেক সহসভাপতি বেলাল উদ্দীন।

নোবিপ্রবি : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) র‌্যালি পরবর্তী সভায় উপস্থিত ছিলেন নোবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান, রেজিস্ট্রার প্রফেসর মমিনুল হক, নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, উপউপাচার্য প্রফেসর ড. আবুল হোসেন, শিক্ষক সমিতির সভাপতি ড. আবদুল্লাহ আল মামুন প্রমুখ।

কুবি : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) র‌্যালিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) ও শিক্ষক সমিতির সভাপতি ড. আবু তাহের, প্রক্টর ড. কাজী কামাল উদ্দিন, শিক্ষক সমিতির সম্পাদক এন, এম. রবিউল আউয়াল চৌধুরী, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি কাজী ওমর সিদ্দিকী, সম্পাদক জিয়া উদ্দিন, শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ, সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ প্রমুখ।

শিবালয়-সিংগাইর (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের শিবালয়ে সভায় বক্তব্য দেন উপজেলা আ.লীগের সভাপতি রেজাউর রহমান খান জানু, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক এসএম জাহিদ, ঘিওর উপজেলা আ.লীগের সভাপতি অধ্যক্ষ হাবিবুর রহমান, শিবালয় উপজেলা আ.লীগের সহসভাপতি ফয়জুল হক জ্যোতি, সাংগঠনিক সম্পাদক মনোরঞ্জনশীল নকুল, উপজেলা ভাইস চেয়ারম্যান আলী আহসান মিঠ প্রমুখ।

অপরদিকে, জেলার সিংগাইরে সভায় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম, ইউএনও যুবায়ের, সহকারি কমিশনার (ভূমি) হামিদুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইঞ্জিনিয়ার তোবারক হোসেন লুডু প্রমুখ।

ধামরাই-দোহার (ঢাকা) : ঢাকার ধামরাইয়ে দোয়া ও মিলাদ মাহ্ফিলে উপস্থিত ছিলেন ঢাকা-২০ ধামরাই আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আলহাজ্ব এমএ মালেক, সিআইপি মুক্তিযোদ্ধা আহমদ আল জামান আমান, ঢাকা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু সাইয়িদ মিয়া, কেন্দ্রীয় মহিলা আ.লীগ নেত্রী লায়ন মীনা মালেক প্রমুখ।

অপরদিকে, জেলার দোহারে আলোচনা সভায় বক্তব্য দেন ইউএনও আফরোজা আক্তার রিবা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারী উন্নয়ন খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান, দোহার উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন, উপজেলা আ.লীগের সম্পাদক আলী আহসান খোকন শিকদার প্রমুখ।

বড়াইগ্রাম (নাটোর) : নাটোরের বড়াইগ্রামে সভায় উপস্থিত ছিলেন নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস, উপজেলা চেয়ারমান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, ইউএনও (ভারপ্রাপ্ত) অভিজিৎ বসাক, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, উপজেলা আ.লীগের সভাপতি আব্দুল জলিল প্রামাণিক, সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।

গুরুদাসপুর (নাটোর) : নাটোরের গুরুদাসপুরে সভায় বক্তব্য দেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস, ইউএনও মোহাম্মদ মনির হোসেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল আজিজ, পৌর মেয়র শাহনেওয়াজ আলী, সহকারি কমিশনার (ভূমি) গনপতি রায়, ভাইস চেয়ারম্যান আলাল শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা আক্তার মিতা প্রমুখ।

কালকিনি (মাদারীপুর) : কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রমথ রঞ্জন ঘটকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম, উপজেলা চেয়ারম্যান তৌফিকুজ্জামান শাহিন, জেলা আ.লীগের সহসভাপতি খায়রুল আলম খোকন বেপারী, পৌর আ.লীগের সভাপতি আবুল বাশার, পৌর মেয়র এনায়েত হোসেন প্রমুখ।

কেশবপুর (যশোর) : কেশবপুর উপজেলায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এমপি, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি তপন কুমার ঘোষ, ওসি সৈয়দ আব্দুল্লাহ, জেলা পরিষদের সদস্য হাসান সাদেক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক প্রমুখ।

কুলাউড়া (মৌলভীবাজার) : কুলাউড়া উপজেলায় সভায় উপস্থিত ছিলেন সংদস সদস্য আব্দুল মতিন উপজেলা আ.লীগের সহসভাপতি অধ্যক্ষ আব্দুর রউফ, যুগ্ম সম্পাদক আব্দুল মোক্তাদির তোফায়েল, সম্পাদক রফিকুল ইসলাম রেনু প্রমুখ।

তেঁতুলিয়া (পঞ্চগড়) : পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ইউএনও সানিউল ফেরদৌসের নেতৃত্বে র‌্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম শাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া, মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী মাহবুবুর রহমান, আ.লীগের সভাপতি ইয়াসিন আলী মন্ডল, সম্পাদক কাজী মাহমুদুর রহমান ডাবলু, জাসদ সভাপতি জাহিদুল ইসলাম প্রমুখ।

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) : উল্লাপাড়ায় র‌্যালি পরবর্তী সভায় বক্তব্য দেন সংসদ সদস্য তানভীর ইমাম, ইউএনও আরিফুজ্জামান, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মারুফ বিন হাবিব, সরকারি কলেজের অধ্যক্ষ এস.এম ওয়াহিদুজ্জামান, উল্লাপাড়া পৌরসভার মেয়র এস.এম. নজরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার শরাফত ইসলাম, জেলা পরিষদের সদস্য মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা প্রমুখ।

মিরসরাই (চট্টগ্রাম) : চট্টগ্রামের মিরসরাইয়ে ইউএনও সাইফুল কবিরের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ইয়াসমিন আক্তার কাকলী, উপজেলা আ.লীগের সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) কায়সার খসরু, বারইয়ারহাট পৌর মেয়র নিজাম উদ্দিন, মিরসরাই পৌরসভার সাবেক মেয়র শাহজাহান প্রমুখ।

মনোহরদী (নরসিংদী) : নরসিংদীর মনোহরদীতে সভায় উপস্থিত ছিলেন ইউএনও মুহাম্মদ শহিদ উল্লাহ, মনোহরদী পৌর মেয়র মোহাম্মদ আমিনুর রশিদ সুজন, সহকারী কমিশনার (ভূমি) আসসাদিকজামান, উপজেলা আ.লীগের সম্পাদক প্রিয়াশীষ রায়, কৃষি কর্মকর্তা মাহবুবুর রশিদ, সাব রেজিষ্ট্রার ওসমান গণি মন্ডল, শিক্ষা কর্মকর্তা নূর মো. রুহুল সগীর, উপজেলা যুবলীগের সভাপতি ইকবাল আহমেদ, ছাত্রলীগের সম্পাদক মামুনূর ইসলাম নাইম প্রমুখ।

রানীশংকৈল (ঠাকুরগাঁও) : ঠাকুরগাঁয়ের রানীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী আফরিদার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন ঠাকুরগাওঁ-৩ আসনের সংসদ সদস্য ইয়াসিন আলী, উপজেলা চেয়ারম্যান আইনুল হক, আ.লীগ সভাপতি সইদুল হক প্রমুখ।

সাঘাটা (গাইবান্ধা) : গাইবান্ধার সাঘাটায় সভায় বক্তব্য দেন সংসদের ডেপুটি স্পীকার অ্যাড. ফজলে রাব্বী মিয়া এমপি, ইউএনও উজ্জ্বল কুমার ঘোষ, ওসি মোস্তাফিজুর রহমান, উপজেলা আ.লীগ সভাপতি (ভারপ্রাপ্ত) নাজমুল হুদা দুদু, সম্পাদক আব্দুল হামিদ সরকার বাবু, প্রচার সম্পাদক শাহ মোখলেছুর রহমান প্রমুখ।

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) : নোয়াখালীর কোম্পানীগঞ্জ সরকারী মুজিব কলেজ প্রাঙ্গণে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শোক দিবসের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইউএনও শাহীনুর ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানবির আহম্মেদ চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিএম রুহুর আমিন রিমন, সোনারগাঁ থানার ওসি মোরশেদ আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহ আলম রূপন, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার প্রমুখ।

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় উপস্থিত ছিলেন ইউএনও আব্দুল মান্নান, উপজেলা চেয়ারম্যান সফিকুল ইসলাম, ওসি এবিএম সাজেদুল ইসলাম, কৃষি কর্মকর্তা শাফীয়ার রহমান, আ.লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী, সম্পাদক প্রবীর কুমার রায় প্রমুখ।

বোচাগঞ্জ (দিনাজপুর) : বোচাগঞ্জ উপজেলায় শোক র‌্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ফরহাদ হাসান চৌধুরী ইগলু, আ.লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সহসভাপতি জাফরুল্লাহ, সম্পাদক আফছার আলী, যুগ্ম সম্পাদক এটিএম মামুন, সাংগঠনিক সম্পাদক শামীম আজাদ, যুবলীগের সভাপতি আকতারুজ্জামান সজীব, সম্পাদক আশরাফ আলী তুহিন প্রমুখ।

গৌরীপুর (ময়মনসিংহ) : ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় সভায় বক্তব্য দেন উপজেলা আ.লীগের সাবেক সম্পাদক অধ্যাপক ফরিদ উদ্দিন, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম আহ্বায়ক স্বপন সাহা, পৌর বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আশিকুর রহমান বাচ্চু, সহসভাপতি আবুল খায়ের, সম্পাদক মাহবুবুর রহমান শাহীন, সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম শিকদার, ফজলে মাসুদ, উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি নাজিমুল ইসলাম শুভ প্রমুখ।

কেন্দুয়া (নেত্রকোনা) : নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় সভায় উপস্থিত ছিলেন ইউএনও মুকতাদিরুল আহমেদ, ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভূইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা রোজী, পৌর মেয়র আসাদুল হক ভূইয়া প্রমুখ। অপরদিকে উপজেলা আ.লীগের উদ্যোগে শোকর‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

পাইকগাছা (খুলনা) : খুলনার পাইকগাছায় ইউএনও (ভারপ্রাপ্ত) ডা. আব্দুল আউয়ালের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য শেখ নূরুল হক, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডি সার্কেল) ইব্রাহীম, জেলা পরিষদ সদস্য নাহার আক্তার, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, ওসি আমিনুল ইসলাম বিপ্লব প্রমুখ।

দুর্গাপুর (রাজশাহী) : রাজশাহী দুর্গাপুরে সভায় উপস্থিত ছিলেন ইউএনও লিটন সরকার, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারা, উপজেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) সমর কুমার পাল, মহিলা বিষয়ক কর্মকতা বন্দনা শাহ, ওসি আব্দুল মোতালেব, দুর্গাপুর পৌর আ.লীগের সম্পাদক আজাহার আলী প্রমুখ।

সাভার (ঢাকা) : সাভারের আশুলিয়ায় জাতীয় শ্রমিকলীগ আশুলিয়া আঞ্চলিক শাখার উদ্যোগে সভায় উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমান, শ্রমিকলীগ আশুলিয়া আঞ্চলিক শাখার সভাপতি আকবর হোসেন মৃধা, সহসভাপতি ঢাকা জেলা আ.লীগ, সাভার উপজেলা আ.লীগ সভাপতি হাসিনাদৌলাহ, সম্পাদক আলী হায়দার প্রমুখ।

পাংশা (রাজবাড়ী) : রাজবাড়ীর পাংশায় উপজেলা আ.লীগের সভাপতি একেএম শফিকুল মোরশেদ আরোজের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম। এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ মন্ডল, উপজেলা আ.লীগের সম্পাদক হাসান আলী বিশ্বাস, পৌর মেয়র মাসুদ বিশ্বাস।

মাধবদী (নরসিংদী) : নরসিংদির মাধবদীতে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ও নরসিংদী সদর-১ আসনের মাননীয় সংসদ সদস্য নজরুল ইসলাম হিরু বীর প্রতিক। বিশেষ অতিথি ছিলেন মাধবদী শহর আ.লীগের সভাপতি আলহাজ্ব সালাহ উদ্দিন আহম্মেদ। এতে সভাপতিত্ব করেন পৌর মেয়র আলহাজ্ব মোশাররফ হোসেন প্রধান মানিক।

কয়রা (খুলনা) : খুলনার কয়রায় ইউএনও শিমুল কুমার সাহার সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম সুলতান মাহমুদের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য দেন ওসি তারক বিশ্বাস, উপজেলা কৃষি অফিসার এস এম মিজান মাহমুদ, মুক্তিযোদ্ধা এস এম গোলাম রব্বানী, অধ্যক্ষ অদ্রিশ আদিত মন্ডল প্রমুখ।

আমতলী (বরগুনা) : বরগুনার আমতলীতে ইউএনও মো. সরোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জি এম দেলওয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ.লীগের সম্পাদক পৌর মেয়র মো. মতিয়ার রহমান, ভাইস চেয়ারম্যান মো. মজিবুর রহমান প্রমুখ।

বেড়া (পাবনা) : পাবনার বেড়া উপজেলায় আলোচনা সভায় ইউএনও আসিফ আনাম সিদ্দিকী এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক স¦রাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব আলহাজ্ব এ্যাড. শামসুল হক টুকু এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জনাব আব্দুল কাদের। আরো উপস্থিত ছিলেন এএসপি আশীষ বিন হাসান, ওসি মোজাফ্ফর হোসেন প্রমুখ।

বড়াইগ্রাম (নাটোর) : নাটোরের বড়াইগ্রাম উপজেলায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আ.লীগের সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস। আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারমান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, ইউএনও অভিজিৎ বসাক, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, উপজেলা আ.লীগের সভাপতি আব্দুল জলিল প্রামাণিক, সম্পাদক এ্যাড. মিজানুর রহমান প্রমুখ।

বাউফল (পটুয়াখালী) : পটুয়াখালীর বাউফলে আলোসভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের চীফ হুইপ আ.স.ম ফিরোজ এমপি। ইউএনও পিজুস চন্দ্র দে সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সহকারি পুলিশ সুপার মো. ফারুক হোসেন, ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান, মুক্তিযোদ্ধা সামশুল আলম মিয়া, অপূর্ব লাল সরকার, ওসি মনিরুল ইসলাম প্রমুখ।

ভূঞাপুর (টাঙ্গাইল) : টাঙ্গাইলের ভূঞাপুরে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুল হালিম ও উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ।

চৌহালী (সিরাজগঞ্জ) : সিরাজগঞ্জের চৌহালীতে আলোচনা সভায় উপস্থিত ছিলেন ইউএনও (ভারপ্রাপ্ত) মো. আনিসুর রহমান, উপজেলা আ.লীগের সভাপতি (ভারপ্রপ্ত) মো. আবু নজির মিয়া, সাবেক সভাপতি আলহাজ্ব হজরত আলী মাষ্টার, সহ-সভাপতি হাবীবুর রহমান, আব্দুল রশিদ বাবুল, সম্পাদক ফারুক সরকার, ওসি জাহাঙ্গীর আলম প্রমুখ।

ধোবাউড়া (ময়মনসিংহ) : ময়মনসিংহের ধোবাউড়ায় আলোচনা সভায় ইউএনও মাহদী হাসানের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোস্তফা কামাল, উপজেলা আ.লীগের সম্পাদক প্রিয়তোষ বিশ্বাস, ওসি শওকত আলম পিপিএম, অধ্যক্ষ হেলাল উদ্দিন প্রমুখ।

ফুলবাড়ী (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের ফুলবাড়ীতে আলোচনা সভায় ইউএনও দেবেন্দ্র নাথ উরাঁও এর সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আর্জিনা বেগম, উপজেলা আ.লীগের সহসভাপতি শাহাজাহান আলী বাদশা, জেলা পরিষদের সদস্য আহাম্মদ আলী রতন পোদ্দার, অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু, বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান, ওসি খন্দকার ফুয়াদ রুহানী প্রমুখ।

গঙ্গাচড়া (রংপুর) : রংপুরের গঙ্গাচড়া উপজেলায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গঙ্গাচড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আল সুমন আব্দুল্লাহ্। এতে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল বাতেন।

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) : গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইউএনও রামকৃষ্ণ বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভায় বক্তব্য দেন প্রধান অতিথি গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ। এতে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুর রাফিউল আলম, ভাইস চেয়ারম্যান আকতারা বেগম রুপা, ওসি মজিবুর রহমান পিপিএম প্রমুখ।

হালুয়াঘাট (ময়মনসিংহ) : ময়মনসিংহের হালুয়াঘাটে অনুষ্ঠানে প্রধান অতিথি ছলেন (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের সাংসদ জুয়েল আরেং। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ফারুক আহমদ খান, আওয়ামী নেতা জাহিদ আহম্মেদ সারোয়ার জাহান জাহাঙ্গীর, সার্কেল এ.এসপি আলমগীর হোসেন, ওসি জাহাঙ্গীর আলম তালুকদার প্রমূখ।

হাটহাজারী (চট্টগ্রাম) : চট্টগ্রামের হাটহাজারীতে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও আক্তার উননেছা শিউলী। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মাহবুবুল আলম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার (ভ’মি) এস আর আরমান শাকিল, মনোয়ারা বেগম ও প্রেসক্লাব সভাপতি কেশব কুমার বড়–য়া।

হিলি (দিনাজপুর) : দিনাজপুরে হিলিতে ইউএনও মোসা. শুকরিয়া পারভীনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমদাদুল হক, সম্পাদক আব্দুর রহমান লিটন, পৌর মেয়র জামিল হোসেন চলন্তসহ অনেকে।

কাউখালী (পিরোজপুর) : পিরোজপুরের কাউখালীতে আলোচনা সভায় উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সাইফুদ্দিন গিয়াস এর সভাপতিত্ত্বে বক্তব্য দেন ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু, উপজেলা আ.লীগের সহ সভাপতি শাহ্ মোহাম্মদ কাইউম, যুগ্ন সম্পাদক মনিরুজ্জামান পল্টন প্রমুখ।

মধুখালী ( ফরিদপুর) : ফরিদপুরের মধুখালী উপজেলায় ইউএনও মো. মোস্তফা মনোয়ার এর সভাপতিত্বে আলোচান সভায় বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চু, সহকারী কমিশনার (ভুমি) মো. মনজুর হোসেন, ওসি মো. মিজানুর রহমান প্রমুখ।

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও শিহাব রায়হান। এতে বক্তব্য দেন সাবেক এমপি জিয়াউর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মিন্টু কুমার বিশ্বাস, এসপি সার্কেল এটিএম মাইনুল ইসলাম, মাসুদ হোসেন প্রমুখ।

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) : গাইবান্ধার সুন্দরগঞ্জে আলোচনা সভায় ইউএনও এসএম গোলাম কিবরিয়ার সভাপতিত্ব করেন। এতে বক্তব্য দেন, আ.লীগ উপজেলা শাখার আহবায়ক টিআইএম মকবুল হোসেন প্রামানিক, উপজেলা আ.লীগের যুগ্ন আহবায়ক আফরুজা বারী।

পার্বতীপুর (দিনাজপুর) : দিনাজপুরের পার্বতীপুরে উপজেলা আ.লীগের সভাপতি মো: হাফিজুল ইসলাম প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান এমপি। আরো উপস্থিত ছিলেন, ইউএনও রায়হানুল হক, উপজেলা আ.লীগের সম্পাদক রেজউল করিম প্রমুখ।

মির্জাগঞ্জ (পটুয়াখালী) : পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় ইউএনও শাহ্ মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান খান মো. আবু বকর সিদ্দিকী।

মোরেলগঞ্জ (বাগেরহাট) : বাগেরহাটের মোরেলগঞ্জে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু ও ইউএনও মো. কামরুজ্জামান।

মুরাদনগর (কুমিল্লা) : কুমিল্লা মুরাদনগর উপজেলায় র‌্যালিতে উপস্থিত ছিলেন জেলা আ.লীগের সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার। এ সময় আরো উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ইউছুফ আব্দুল্লাহ হারুন।

মুক্তাগাছা-ফুলবাড়িয়া (ময়মনসিংহ) : ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার আলোচনা সভায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৫ আসনের এমপি সালাহউদ্দিন আহমেদ মুক্তি।

এদিকে ফুলবাড়িয়া প্রতিনিধি জানান, আলোচনা সভায় ইউএনও লীরা তরফদারের সভাপতিত্বে বক্তব্য দেন, এ্যাড. মো. মোসলেম উদ্দিন এমপি, মো. গোলাম কিবরিয়া, শেখ কবিরুল ইসলাম, আবু বক্কর সিদ্দিক, মোহসিনা বেগম, হারুন অর রশিদ প্রমুখ।

নাগরপুর (টাঙ্গাইল) : টাঙ্গাইলের নাগরপুরে আলোচনা সভায় উপজেলা আ.লীগের সভাপতি মো. জাকিরুল ইসলাম উইলিয়ামের সভাপতিত্বে ও সম্পাদক মো. কুদরত আলীর সঞ্চালনায় বক্তব্য দেন স্থানিয় সংসদ সদস্য আলহাজ¦ খন্দকার আব্দুল বাতেন।

নন্দীগ্রাম (বগুড়া) : বগুড়ার নন্দীগ্রামে ইউএনও মোছা. শারমিন আখতারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য একেএম রেজাউল করিম তানসেন।

পাঁচবিবি (জয়পুরহাট) : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ইউএনও রাজিবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা আ.লীগের সভাপতি আবু বকর সিদ্দিক মন্ডল, সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব।

ফুলবাড়ী (দিনাজপুর) : দিনাজপুরের ফুলবাড়ীতে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাংগঠনিক সম্পাদক মো. জুলফিকার আলী। এতে সবাপতিত্ব করেন উপজেলা শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক মো. মিলন হোসেন।

নাগরপুর (টাঙ্গাইল) : টাঙ্গাইলের নাগপুর উপজেলার ভারড়া পশ্চিম ইউনিয়ন আ.লীগের সভাপতি করিম তালুকদারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সমাজ কল্যান বিষয়ক সম্পাদক আলহাজ¦ ইনসাফ আলী ওসমানী।

রাজৈর (মাদারীপুর) : মাদারীপুরের রাজৈর ইউএনও সোহানা নাসরিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান শাহজাহান খান, ভাইস চেয়ারম্যান শান্তি রঞ্জন দাস, উপজেলা আ.লীগের সভাপতি এম এ মোতালেব মিয়া রাজৈর।

রাণীনগর (নওগাঁ) : নওগাঁর রাণীনগরে আলোচনা সভায় ইউএনও সোনিয়া বিনতে তাবিবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মো: ইসরাফিল আলম।

কলমাকান্দা (নেত্রকোনা) : কলমাকান্দা উপজেলায় আলোচনা সভায় ইউএনও আরিফুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ছবি বিশ্বাস।

শাজাহানপুর (বগুড়া) : বগুড়ার শাজাহানপুরে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শেখ শামীম, সদস্য সাজেদুল ইসলাম মিলন, ১৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোর্শেদুল আলম হিরু প্রমুখ।

দৌলতপুর (কুষ্টিয়া) : কুষ্টিয়ার দৌলতপুরে আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফাজ উদ্দিন আহমেদ।

সিংড়া (নাটোর) : নাটোরের সিংড়ায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য জুনাইদ আহমেদ পলক। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস।

সৈয়দপুর (নীলফামারী) : নীলফামারীর সৈয়দপুরে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার একরামুল হক ও ইউএনও বজলুর রশীদ।

শাহজাদপুর (সিরাজগঞ্জ) : সিরাজগঞ্জের শাহজাদপুরে আলোচনা সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন।

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও মুহাম্মদ নাজমুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আ.লীগের সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close