জাককানইবি প্রতিনিধি

  ১৫ আগস্ট, ২০১৮

জাককানইবি ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মধ্যে দুই বছরমেয়াদি একটি সমঝোতা স্মারক সই হয়েছে। গত রোববার ভাইস চ্যান্সেলরের কনফারেন্স কক্ষে উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমানের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে সমঝোতা স্মারক সই করেন জাককানইবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবির এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার মো. ফয়জুল ইসলাম।

চুক্তি বলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন মেয়াদে লিডারশিপ ও নারীর ক্ষমতায়নবিষয়ক সেমিনার, বিভিন্ন সংগঠনের যৌথ কার্যক্রম, পারস্পারিক সহযোগিতা বৃদ্ধি, ইন্টার্নশিপ, এফজিডি, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও গবেষণার বিশেষ সুযোগ পাবে। এ সময় উপস্থিত ছিলেন বেরোবির উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ, নজরুল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর জালাল উদ্দিন প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close