উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

  ১৫ আগস্ট, ২০১৮

উলিপুরে ১০০ বস্তা ভিজিএফ চাল জব্দ

ঈদুল আজহা উপলক্ষে কুড়িগ্রামের উলিপুরের হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ১০০ বস্তা ভিজিএফের চাল গত রোববার রাতে চৌমহনী বাজার থেকে আটক করা হয়েছে।

জানা যায়, দুস্থদের জন্য বরাদ্দকৃত ভিজিএফের ১০০ বস্তা চাল চৌমহনী বাজারের চাল ব্যবসায়ী আবদুল মালেকের গোডাউনে মজুদ করার সময় স্থানীয় জনতার সন্দেহ হওয়ায় প্রশাসনকে খবর দেয়। পরে রাত ১১টার দিকে ইউএনও মুহাম্মদ শফিকুল ইসলাম থানা পুলিশকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আটককৃত চাল জব্দ করে।

চাল ব্যবসায়ী আবদুল মালেক বলেন, ট্রলির মালিক ফরিজ আমাকে ফোন করে গাড়ির সমস্যার কথা বলেন এবং বস্তাগুলো পরে নিয়ে যাওয়ার কথা বলে আমার গোডাউনে রেখে যায়। তিনি (ফরিজ) আমাকে জানান চালের বস্তাগুলো বুড়াবুড়ি ইউনিয়নের ভিজিএফের জন্য বরাদ্দকৃত।

বুড়াবুড়ি ইউপি চেয়ারম্যান একরামুল হক বলেন, আমার ইউপির জন্য বরাদ্দ ভিজিএফের ৬৪.৪৯০ টন চাল গোডাউনে মজুদ রয়েছে। একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে আমাকে ফাসানোর জন্য আমার ইউনিয়নের চাল বলে প্রচার করেছেন।

ইউএনও মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, আটককৃত চাল উদ্ধার করে মামলার প্রস্তুতি চলছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close