পাবনা প্রতিনিধি

  ১৩ আগস্ট, ২০১৮

পাবনায় ভেজাল ওষুধ তৈরির কারখানায় অভিযান

পাবনার আতাইকুলা উপজেলায় গত শনিবার ভেজাল যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানায় অভিযান চালিয়েছে পুলিশ। এ ঘটনায় জড়িত তিনজনকে আটক করা হয়। আটককৃতরা হলো বনগ্রাম মাস্টারপাড়া এলাকার মৃত নূর হোসেনের ছেলে কাওছার, রঘুনাথপুর এলাকার আ. রাজ্জাকের ছেলে রানা ও রঘুনাথপুর কলেজপাড়ার হোসেন আলীর ছেলে খোকা। পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় আতাইকুলায় উপজেলার বনগ্রাম মাস্টারপাড়া এলাকায় একটি দুর্গন্ধময় ঘরের মধ্যে নোংরা পানি, রঙ ও এক ধরনের যৌন উত্তেজক পাউডার এজেন্ট দিয়ে তৈরি করা হচ্ছে ‘টাইগার’, ‘ডাবল হর্স’ ও ‘জিনসিন প্লাস’ নামক লিকুইড ওষুধ। পরে গত শনিবার বিকেলে পুলিশ পরিদর্শক (তদন্ত) কামরুল ইসলামের নেতৃত্বে এস আই শাহাজুল, নাজমুল ও সঙ্গীয় ফোর্সসহ ওই এলাকায় অভিযান চালায়। আতাইকুলা থানার ওসি মাসুদ রানা ঘটনার সত্যতা স্বীকার করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close