আমতলী (বরগুনা) প্রতিনিধি

  ১৩ আগস্ট, ২০১৮

মসলার বাজারে ঊর্ধ্বগতি

বরগুনার আমতলীতে ঈদুল আজহাকে সামনে রেখে অস্থির হয়ে উঠছে মসলার বাজার। সাধারণ মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে মসলার দাম। সরেজমিনে গিয়ে দেখা যায়, পৌর শহরের খলিল মহাজন ও লাল মিয়ার মুদি দোকানে রসুন গত বছর ছিল ৫০ টাকা যা এ বছর বিক্রি হচ্ছে ১০০ টাকা। গত বছর ঈদুল আজহার পূর্বে পেঁয়াজ ছিল ২৮ টাকা যা এখন ৫২ টাকা, আদা ছিল ১৫০ টাকা যা এখন ২০০ টাকা, জিরা ছিল ৪০০ টাকা যা এখন ৪৫০ টাকা, গোলমরিচ ছিল ১৮০ টাকা যা এখন ২০০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়াও এলাচ, দারচিনি, কিসমিসসহ অন্যান্য মসলারও দাম বেড়েছে। রসুন, পেঁয়াজসহ আমদানি করা মসলায় বেঁধে দেওয়া সরকারি দরও মানছে না কেউ। পাইকারি থেকে ছোট দোকানদার পর্যন্ত একে অপরকে দোষারোপ করেই নিজের দায় এড়িয়ে যাচ্ছেন। কোরবানির ঈদকে সামনে রেখে বাজারে এখন রসুন, পেঁয়াজ, জিরা, আদা, এলাচ প্রায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে। এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি কমলেশ মজুমদার মুঠোফোনে জানান, মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close