মেহেরপুর প্রতিনিধি

  ১২ আগস্ট, ২০১৮

স্মার্ট কার্ড বিতরণ হয়নি

মেহেরপুর সদর ও গাংনী উপজেলায় স্মার্টকার্ড (জাতীয় পরিচয়পত্র) বিতরণ শেষ হলেও দুই উপজেলায় ৬০ হাজার ৩৭০ জন এখনো তাদের স্মার্টকার্ড গ্রহণ করেননি। এর মধ্যে সদর উপজেলার একটি পৌরসভা এবং পাঁচটি ওয়ার্ডে ২৮ হাজার ৮৯৬ জন এবং গাংনী উপজেলায় একটি পৌরসভাসহ ৯টি ইউনিয়নের ৩১ হাজার ৪৭৪ জন। গত ১ আগস্ট স্মার্টকার্ড বিতরণ শেষ হয়েছে।

জেলা নির্বাচন কর্মকর্তা আহাম্মেদ আলী বলেন, মেহেরপুর সদর উপজেলায় মোট ১ লাখ ৯০ হাজার ৩৫৮টি কার্ড আসে। যার মধ্যে ১ লাখ ৬১ হাজার ৪৬২ জন তাদের স্মার্টকার্ড সংগ্রহ করেন। সদর উপজেলায় ২৮ হাজার ৮৯৬টি কার্ড এখনো কেউ গ্রহণ করেনি। অপরদিকে গাংনী উপজেলার ২ লাখ ১৮ হাজার ৫৬৩ জনের স্মার্টকার্ডের মধ্যে ১ লাখ ৮৭ হাজার ৮৯ জন গ্রহণ করে। ৩১ হাজার ৪৭৪টি জনের স্মার্টকার্ড এখনো রয়ে গেছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close