প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১২ আগস্ট, ২০১৮

সাংবাদিকদের ওপর হামলা

জড়িতদের গ্রেফতার ও শাস্তি দাবি

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সাংবাদিকরা। বক্তারা সাংবাদিক নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। গতকাল শনিবার দেশের বিভিন্ন স্থানে এসব কর্মসূচি পালন করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবরÑ

রংপুর : রংপুর প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন ক্লাবের সম্পাদক রশীদ বাবু, সহ-সভাপতি রফিক সরকার, কোষাধ্যক্ষ সুশান্ত ভৌমিক, কার্যকরী সদস্য জয়নাল আবেদীন, রিপোর্টার্স ক্লাবের কোষাধ্যক্ষ ফরহাদুজ্জামান ফারুক, সাবেক সভাপতি আবু তালেব, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন রংপুরের সম্পাদক মমিনুল ইসলাম রিপন, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক লক্ষিন চন্দ্র দাস প্রমুখ।

রাজশাহী : রাজশাহী মহানগরীর আলুপট্টি বঙ্গবন্ধু চত্বরে মানববন্ধনে সভাপতিত্ব করেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী শাহেদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুর রহমান রকি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সদস্য জাবীদ অপু, সহ-সভাপতি মামুন অর রশিদ, রাজশাহী মেট্রোপলিটন প্রেস ক্লাবের সম্পাদক আজিজুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সম্পাদক আলী ইউনুস হৃদয়, রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির সভাপতি সামশুন্নাহার সুইটি, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ সরকার দুলাল মাহবুব, নির্বাহী সদস্য মিজানুর রহমান টুকু, জাতীয় প্রেস ক্লাবের সদস্য বুলবুল আহমেদ প্রমুখ।

বান্দরবান : বান্দরবান প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি বাশা মিয়া মাস্টার, সাবেক সম্পাদক মিনারুল হক, দৈনিক মৈত্রীর সম্পাদক অধ্যাপক ওসমান গনি, সিনিয়র সাংবাদিক এম এ হামিক চৌধুরী প্রমুখ।

বগুড়া : বগুড়া প্রেস ক্লাবের সামনের সড়কে বিক্ষোভ সমাবেশ করেছে বগুড়া সাংবাদিক ইউনিয়ন (বিইউজে)। সমাবেশে উপস্থিত ছিলেন বগুড়া প্রেস ক্লাবের সভাপতি প্রদীপ ভট্টাচার্য্য শংকর, সাধারণ সম্পাদক মাহমুদুল আলম নয়ন, বিএফইউজের যুগ্ম মহাসচিব জি এম সজল, মিলন রহমান, মোহন আখন্দ, চপল সাহা, কমলেশ মোহন্ত সানু, মাসুদুর রহমান রানা, এস এম কাওসার প্রমুখ।

ঝিনাইদহ : ঝিনাইদহ প্রেস ক্লাব আয়োজিত মানববন্ধনে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি এম রায়হান, সাধারণ সম্পাদক নিজাম জোয়ারদার বাবলুসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা। এর আগে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

খাগড়াছড়ি : খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)। উপস্থিত ছিলেন কেইউজের সভাপতি নুরুল আজম, সাংবাদিক কানন আচার্য, প্রদীপ চৌধুরী, এইচ এম প্রফুল্য, সৈকত দেওয়ান, রূপায়ন তালুকদার, রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সম্পাদক মুজিবুর রহমান ভূঁইয়া প্রমুখ।

মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ সুপার মার্কেট সংলগ্ন অঙ্কুরিত ৭১ মুক্তিযোদ্ধা ভাস্কর্য চত্বরে মানববন্ধনে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি শহিদ-ই-হাসান তুহিন, সাবেক যুগ্ম সম্পাদক গোলজার হোসেন, সাংবাদিক রাজিবুল হাসান জুয়েল, শেখ মো. রতন, ব ম শামীম, কবি ও সাংবাদিক অনু ইসলাম, সাংবাদিক সামসুল হুদা হিটু, হাসানুল কবির, এম এম রহমান, স্বাক্ষর কুমার দাস, সাইফুল ইসলাম কামাল প্রমুখ।

বাগেরহাট-শরণখোলা : বাগেরহাট প্রেস ক্লবের সভাপতি আহাদ উদ্দিন হায়দারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের সাবেক সভাপতি অধ্যাপক মোশারেফ হোসাইন, শেখ আহসানুল করিম, প্রেস ক্লাবের সহ-সভাপতি নীহার রঞ্জন সাহা, সাধারণ সম্পাদক তালুকদার আবদুল বাকী, অর্থ সম্পাদক শেখ ইয়ামিন আলী, শেখ শওকত হোসেন, এস এম শামছুর রহমান প্রমুখ।

অন্যদিকে, জেলার শরণখোলা প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে বক্তব্য দেন ক্লাবের সভাপতি বাবুল দাস, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার হেমায়েত উদ্দিন বাদশা, উপজেলা আ.লীগের সহ-সভাপতি আবদুর রশিদ আকন, জাতীয় পার্টির সভাপতি গাজী বদরুজ্জামান আবু, সাংবাদিক শেখ মোহাম্মদ আলী, ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন প্রমুখ।

নোবিপ্রবি : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সাংবাদিক সমিতির উদ্যোগে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন নোবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি নাজমুস সাকিব সাদি, সাধারণ সম্পাদক কামরুল হাসান শাকিম, দফতর সম্পাদক আমিনুল ইসলাম মহিম, প্রচার সম্পাদক ওহী আলম, অর্থ সম্পাদক রাজিয়া জান্নাত প্রমুখ।

দোহার (ঢাকা) : ঢাকার দোহারেও মানববন্ধন করেছে দোহার প্রেসক্লাবের সাংবাদিকেরা। পরে ইউএনও আফরোজা আক্তার রিবার নিকট স্মারকলিপি প্রদান করেন সাংবাদিকবৃন্দ। মানববন্ধনে উপস্থিত ছিলেন দোহার প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসান, সম্পাদক মাহবুবুর রহমান টিপু, প্রতিদিনের সংবাদ প্রতিনিধি তানজিম ইসলাম, বিজয় টিভির ঢাকা জেলা (দক্ষিণ) প্রতিনিধি আতাউর রহমান সানী, মানবজমিন প্রতিনিধি শামীম আরমান, আসিফ সজল, নাজমুল হোসেন, কাজী যুবায়ের হোসেন, মোস্তফা কুদ্দুস, শরীফ হাসান, জাকির হোসেন, পলাশ মাহমুদ প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close