রাবি প্রতিনিধি

  ১২ আগস্ট, ২০১৮

আমেরিকান সোসাইটি ফর মাইক্রোবায়োলজির যাত্রা শুরু রাবিতে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘আমেরিকান সোসাইটি ফর মাইক্রোবায়োলজি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চ্যাপ্টার অব ইউনিভার্সিটি অব রাজশাহী’র যাত্রা শুরু করেছে। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের ডিনস্ কমপ্লেক্সে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে যাত্রা শুরু করে সংগঠনটি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাবি উপউপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা। এ সময় তিনি বলেন, ‘ইউজিসি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাইক্রোবায়োলজি বিভাগ খোলার অনুমোদন দিয়েছে। তবে জায়গার অভাবে তা এখনো চালু করা যায়নি। আশা করছি, সামনে বছর থেকে এই বিভাগের কার্যক্রম শুরু হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ইমেরিটাস অধ্যাপক অরুণ কুমার বসাক বলেন, ‘অন্যের থেকে ধার করা প্রযুক্তি দিয়ে বেশি দূর এগোনো যায় না।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close