শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

  ১২ আগস্ট, ২০১৮

ভারতীয় নাগরিকসহ আটক ৪, ট্রলার ও মাদক জব্দ

বাগেরহাটের শরণখোলায় বাংলাদেশের জলসীমায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে কোস্টগার্ড দুই ভারতীয় নাগরিকসহ ৮ জনকে আটক করেছে। এ সময় তাদের ব্যবহৃত এফ বি মিন্টু নামের একটি ট্রলার, ৬ বোতল মদসহ মৎস্য আহরণের বিভিন্ন উপকরণ জব্দ করা হয়। আটককৃতরা হলোÑ ভারতের চব্বিশ পরগোনার মাস্টারপাড়া গ্রামের কৃষ্ণপদ সানার ছেলে রনজিৎ সানা (৩৮), বৃদ্ধাবলীপাড়ার হরেন মজুমদারের ছেলে সত্যজিৎ মজুমদার (২১) এবং অন্য দুইজন হলোÑ পিরোজপুর জেলার ধাবরী গ্রামের কেশবলাল দাসের ছেলে পরিমল দাস (৫৮), ঝালকাঠী জেলার সংকর ধবল গ্রামের মধুসুদন হালদারের ছেলে রমেশ চন্দ্র হালদার (৬৮)। আটককৃতদের গত শুক্রবার সন্ধ্যায় শরণখোলা থানায় হস্তান্তর করা হয়েছে। কোস্টগার্ড দক্ষিণ জোনের পেটি কর্মকর্তা হাবিবুর রহমান জানান, বলেশ্বর নদীতে নিয়মিত টহল কালে গত শুক্রবার ভোর রাতে সন্দেহজনক গতিবিধির কারণে একটি ট্রলার আটক করা হয়। ট্রলারটিতে তল্লাশি চালিয়ে ছয় বোতল বিদেশি মদ ও মাছ ধরার বেশ কিছু উপকরণ জব্দ করাহ হয়েছে। এ সময় ট্রলারটিতে থাকা দুই ভারতীয় নাগরিকসহ চারজনকে আটক করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close