কুড়িগ্রাম প্রতিনিধি

  ১১ আগস্ট, ২০১৮

ভূরুঙ্গামারী সীমান্তে ১৯ বাংলাদেশি আটক

ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে অনুপ্রবেশের অপরাধে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি সীমান্তে ১৯ বাংলাদেশি নারী-পুরুষ ও শিশুকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। গতকাল শুক্রবার ভোরে উপজেলার পাথরডুবি সীমান্তে বিজিবি ২২ ব্যাটালিয়নের পাথরডুবি বিওপির সদস্যরা তাদের আটক করে। আটককৃতদের মধ্যে ১১ জন পুরুষ, ২ শিশু ও ৬ নারী রয়েছেন। তারা সবাই বাংলাদেশের নাগরিক বলে জানিয়েছে বিজিবি। বিজিবি ২২ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল চৌধুরী সাইফ উদ্দিন কাওসার জানান, আটক বাংলাদেশিরা ৪-৫ বছর আগে অবৈধ পথে ভারতে গিয়ে সেখানকার ইট ভাটায় কাজ করত। বর্তমানে ভারতে চলমান ন্যাশনাল রেজিস্ট্রার অব সিটিজেনস (এনআরসি) তালিকা করাকে কেন্দ্র করে অবৈধ পথে প্রবেশ করা এসব বাংলাদেশি দালালদের মাধ্যমে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করছিল বলে জানায় বিজিবি। বিজিবি আরো জানান, আটককৃতদের অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পেছনে দেশি ২ জন দালালের সংশ্লিষ্টতা পাওয়া যায়। এরা হলো, আবুল হোসেন (৩৮) ও জলিল (৪৫)। এদের সঙ্গে ভারতীয় একজন দালালও জড়িত রয়েছে। এরা প্রত্যেক মাথাপিছু ৫ হাজার ভারতীয় রুপি করে মোট ৯৫ হাজার রুপির বিনিময়ে এই ১৯ জনকে অবৈধভাবে সীমান্ত পার করছিল। আটককৃতদের ঠিকানা অনুযায়ী সংশ্লিষ্ট এলাকার চেয়ারম্যানদের ডাকা হয়েছে। তাদের মুচলেকায় সব আইনানুগ প্রক্রিয়া শেষে অটককৃতদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

এ ঘটনায় সংশ্লিষ্ট দালালদের ধরতে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close