রাবি প্রতিনিধি

  ১০ আগস্ট, ২০১৮

আন্দোলন স্থগিত রাবি শিক্ষার্থীদের

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করা শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের গ্রেফতার ও বিচারসহ ছয় দফা দাবি জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ‘নিপীড়নবিরোধী শিক্ষার্থীরা’ আন্দোলন স্থগিত করেছেন। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তারা। শিক্ষার্থীদের দাবিগুলো হলো, নিরাপদ সড়ক নিশ্চিত করতে নৌমন্ত্রীর পদত্যাগসহ কিশোরদের আন্দোলনের দাবিসমূহ বাস্তবায়ন, শিক্ষর্থীদের ওপর বর্বরোচিত হামলার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও বিচার, আলোকচিত্রী শহীদুল আলমের রিমান্ড বাতিলসহ নিঃশর্ত মুক্তি, হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার, চালক-স্টাফদের প্রশিক্ষণ দেওয়াসহ শ্রমঘণ্টা ও বেতন কাঠামো নির্ধারণ এবং সড়ক দুর্ঘটনায় আহতের চিকিৎসা ব্যয়ভার রাষ্ট্রকে নিতে হবে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন চারুকলা অনুষদের শিক্ষার্থী আফরুকুন্নাহার তানিয়া। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্রফন্টের সম্পাদক আল আমীন প্রধান তারেক প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close