রাবি প্রতিনিধি

  ০৯ আগস্ট, ২০১৮

রাবির উর্দু বিভাগ

ফল প্রকাশে বিলম্ব শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উর্দু বিভাগের চতুর্থ বর্ষের পরীক্ষা শেষ হয়েছে ছয় মাস আগে। তবে এখনো ফল প্রকাশ হয়নি। এদিকে ফল প্রকাশে বিলম্ব হওয়ায় ক্লাস-পরীক্ষা বর্জন করেছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অভিযোগ, ২০১৩-১৪ শিক্ষাবর্ষের চলতি বছরের ৪ ফেব্রুয়ারি শেষ হয়েছে চতুর্থ বর্ষের পরীক্ষা। এ নিয়ে বিভাগের শিক্ষক ও পরীক্ষা কমিটিকে শিক্ষার্থীরা বারবার জানালেও ফল প্রকাশ হয়নি বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী পরীক্ষা শেষের তিন মাসের মধ্যে ফল প্রকাশের কথা থাকলেও তা না হওয়ায় সেশন জটের সম্ভাবনা দেখছেন শিক্ষার্থীরা।

এ ব্যাপারে জানতে চাইলে উর্দু বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. নাসির উদ্দিন বলেন, আমরা ক্লাস-পরীক্ষা চালু রেখেছি। শিক্ষার্থীরা না অংশগ্রহণ করলে তারা ক্ষতির সম্মুখীন হবে। এ ছাড়া অতি তাড়াতাড়ি রেজাল্ট দেওয়া হবে বলে জানান তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close