চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

  ০৯ আগস্ট, ২০১৮

হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে ৯ বছর আগের একটি হত্যা মামলায় একই পরিবারের তিনজনসহ পাঁচজনকে যাবজ্জীবন কারাদ- দিয়েছে আদালত। গতকাল বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ শওকত আলী এ রায় ঘোষণা করেন। দ-প্রাপ্তরা হলো চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ভাগলপুরের এরফান আলী ওরফে টিপু, তার দুই ছেলে হামেদ ও রুমেদ, একই গ্রামের আবু বাক্কারের ছেলে আকালু, তোহর আলীর ছেলে দবির। দন্ডপ্রাপ্তদের মধ্যে হামেদ ও রুমেদ পলাতক রয়েছেন। বাকিরা রায় ঘোষণার সময় কাঠগড়ায় উপস্থিত ছিলেন। যাবজ্জীবনের পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদ- অনাদায়ে ছয় মাসের কারাদ- দেওয়া হয়েছে বলে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আঞ্জুমান আরা জানান।

মামলার বরাতে বলা হয়, ২০০৯ সালের ১৬ অক্টোবর সন্ধ্যায় ভাগলপুরের আহাদুল ইসলাম ও তার সহযোগী আবদুল হাকিমকে আসামিরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে আহাদুলের মৃত্যু হয়। ওই ঘটনায় আহাদুলের শ্বশুর শামসুল গোমস্তাপুর থানায় হত্যা মামলা করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close