ফরিদপুর প্রতিনিধি

  ০৯ আগস্ট, ২০১৮

গণশুনানিতে অভিযোগ শুনলেন দুদক কমিশনার

ফরিদপুরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আয়োজনে গণশুনানিতে অংশ নিলেন সাধারণ মানুষ। এ সময় সরকারি দফতরের বিভিন্ন অনিয়মের অভিযোগ শুনেন দুদকের কমিশনার ড. মোজ্জামেল হক খান। গতকাল বুধবার ফরিদপুরের বোয়ালমারী উপজেলা অডিটোরিয়ামে দিনব্যাপী এই গণশুনানি অনুষ্ঠিত হয়। গণশুনানিতে সহযোগিতা করে উপজেলা প্রশাসন। ফরিদপুর জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়ার সভাপতিত্বে গণশুনানিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুদক পরিচালক নাছিম আনোয়ার, ফরিদপুর দুদকের উপপরিচালক ফজলুল হক। গণশুনানি চলাকালে জেলার বিভিন্ন দফতরের প্রধান, স্থানীয় জনপ্রতিনিধিসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

দেশের দুর্নীতি বন্ধ করতে সরকার চেষ্টা করছে উল্লেখ করে দুদক কমিশনার ড. মোজ্জাম্মেল হক খান বলেন, কোনো সরকারি কর্মকর্তা ঘুষ নিলে সেটি দুদককে জানান। দুদক প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তিনি সরকারি কর্মকর্তাদের বলেন, দুর্নীতির প্রমাণ মিললে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাসহ আইনের আওতায় আনা হবে। দুর্নীতিগ্রস্ত কোনো কর্মকর্তাকে ছাড় দেওয়া হবে না বলেও হুশিয়ারি দেন তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close