সিরাজগঞ্জে পৌর আ.লীগের বর্ধিত সভা
প্রকাশ : ০৮ আগস্ট ২০১৮, ০০:০০

জাতীয় শোক দিবসের প্রস্তুতি উপলক্ষে সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার শহরের এস এস রোডস্থ দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, সিরাজগঞ্জ-কামারখন্দ-২ আসনের সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত মুন্না। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ৭৫-এ যে ঘৃণ্য ইতিহাস সৃষ্টি করেছিল তার মর্মবেদনা বাঙালিকে বয়ে বেড়াতে হবে অনন্তকাল। ওই ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশের জনগণের সার্বভৌমত্ব কেড়ে নেওয়া হয়েছিল। এ সময় আগামী সংসদ নির্বাচনে শেখ হাসিনার আওয়ামী লীগকে জয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
হেলাল উদ্দিনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন পৌর আ.লীগের সম্পাদক দানিউল হক মোল্লা, পৌর আ.লীগের সাবেক সভাপতি ইসাহাক আলী, পৌর আ.লীগ সহ-সভাপতি মোহাম্মাদ আলী জিন্নাহ প্রমুখ।
"