বাকৃবি প্রতিনিধি

  ০৮ আগস্ট, ২০১৮

শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার পরামর্শ

বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গ্র্যাজুয়েশনের পর বেশির ভাগেরই পছন্দ সরকারি চাকরি অথবা ঝুঁকিমুক্ত চাকরি। কিন্তু দেশের অর্থনৈতিক ব্যবস্থার জন্য শিক্ষার্থীরা তাদের যোগ্যতা অনুযায়ী চাকরি খুজে পায় না। তাই দেশকে বেকারত্ব থেকে মুক্ত করতে শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার পরামর্শ দিলেন নেদারল্যান্ডসের টুয়েন্ট বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক উদ্যোক্তা উন্নয়ন বিশেষজ্ঞ বিন মুরার। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) জয়নুল আবেদিন মিলনায়তনে শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার সচেতনতাবিষয়ক কর্মশালায় এসব কথা বলেন তিনি। কর্মশালাটির আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট অব অন্ট্রাপ্রেনিউরিয়াল ইকোসিস্টেম।

তিনি আরো বলেন, একজন শিক্ষার্থী যেকোনো সময় নিজেকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারে। যার জন্য প্রয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, মানসিক স্থিতিশীলতা, প্রচেষ্টা, একটি নির্দিষ্ট ব্যবসায়িক উদ্দেশ্য এবং তার গঠন প্রণালী। কর্মশালায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close