দিনাজপুর প্রতিনিধি

  ০৮ আগস্ট, ২০১৮

প্রথম কলাম

রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৭তম প্রয়াণ দিবস পালন

দিনাজপুরে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের আয়োজনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৭তম প্রয়াণ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গত ২২ শ্রাবণ রাতে শিল্পকলা একাডেমি স্টুডিও মিলনায়তনে সম্মিলিত গান, আলোচনা সভা, আবৃত্তি ও রবীন্দ্রসংগীতের আসর বসে।

অনুষ্ঠানে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি রবিউল আউয়াল খোকার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি স্বরূপ বক্্সী বাচ্চু। প্রধান আলোচক ছিলেন জেলা সংগীত ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ ড. মারুফা বেগম, বিশিষ্ট লেখক ও গবেষক ড. মাসুদুল হক। এতে শুভেচ্ছা বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সদস্য নুরুল মতিন সৈকত, বিশিষ্ট নারীনেত্রী ও পরিষদের সাবেক সভাপতি আজাদী হাই, দিনাজপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ও পরিষদের উপদেষ্টা ডা. আহাদ আলী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সম্পাদক সুলতান কামালউদ্দীন বাচ্চু। সভায় স্বাগত বক্তব্য দেন জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ দিনাজপুর জেলা শাখার সম্পাদক প্রদীপ ঘোষ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মানবিক চেতনায় রবীন্দ্রনাথ ছিলেন একজন সার্থক পুরুষ। রবীন্দ্রনাথকে বলা হয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ কবি। আমাদের আগামী প্রজন্মকে রবীন্দ্রচর্চায় সম্পৃক্ত করতে পারলে অবক্ষয়মুক্ত সমাজ গড়া সম্ভব।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close