নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

  ০৮ আগস্ট, ২০১৮

অটোরিকশায় সাইড গার্ডার লাগানোর হিড়িক

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে চলাচলকারী অটোরিকশায় সাইড গার্ডার (প্রতিরক্ষা বেড়া) লাগানোর হিড়িক পড়েছে। নাচোল উপজেলা অটোরিকশা মালিক-শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা যায়, জেলা নেতাদের ও পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে নাচোল উপজেলায় চলাচলকারী অটোরিকশাগুলো থেকে যাত্রী উঠানামা করতে গিয়ে দুর্ঘটনা এড়াতে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হচ্ছে।

অটোরিকশা মালিক-শ্রমিকরা জেলা কর্তৃপক্ষের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তবে অনেক অটো মালিক-চালক প্রতিরক্ষা বেড়া থাই রড দিয়ে তৈরি করলেও অনেকেই লোহার পাত দিয়ে তৈরি করছেন।

নাচোলে একাধিক অটো চালকের সঙ্গে আলাপ করে জানা যায়, দুই রডের প্রতিরক্ষা বেড়া তৈরি করতে ১২০০-১৫০০ টাকা খরচ হচ্ছে। তবে জেলা কর্তৃপক্ষের নির্দেশনা বাস্তবায়ন করতে গিয়ে থাই রডের তৈরি প্রতিরক্ষা বেড়া তৈরি করতে কোনো কোনো কারখানাতে কিছুটা বেশি খরচ হচ্ছে।

এদিকে সচেতন নাগরিক সমাজ কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জনালেও কেউ কেউ আবার এ সিদ্ধান্তকে বাড়াবাড়ি মনে করছেন। তবে অটোরিকশার ডানদিকে প্রতিরক্ষা বেড়া লাগানো হলে যাত্রীদের উঠানামার সময় দুর্ঘটনা অনেকাংশে হ্রাস পাবে এমনটিই আশা করছেন তারা। নাচোল উপজেলা অটোরিকশা মালিক-শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মুকুল কর্তৃপক্ষের সিদ্ধান্ত বাস্তবায়ন করার চেষ্টা করছেন। নাচোল থানার ইনচার্জ (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, দুর্ঘটনা এড়ানোর জন্য পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় অটোরিকশাগুলোতে প্রতিরক্ষা বেড়া লাগানোর জন্য অটোরিকশা মালিকদের নির্দেশনা দেওয়া হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close