সিরাজগঞ্জ প্রতিনিধি

  ০৭ আগস্ট, ২০১৮

প্রথম কলাম

সিরাজগঞ্জে হেলমেট না পরায় পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

সিরাজগঞ্জে হেলমেট না পরে মোটরসাইকেল চালানোর অভিযোগে সদর থানার উপপরিদর্শক (এসআই) মোকারম হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে শোভাযাত্রা শেষে এই আদেশ দেন জেলা পুলিশ সুপার।

জেলা পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা যায়, ট্রাফিক সপ্তাহ উপলক্ষে গতকাল সোমবার জেলা পুলিশ সুপারের কার্যালয়ের থেকে একটি শোভাযাত্রা বের হয়। এতে শোভা যাত্রায় উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য হাবিবে মিল্লাত, জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা, ট্রাফিক পরিদর্শক আহসান হাবিবসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। এ সময় সদর থানার উপপরিদর্শক (এসআই) মোকারম হোসেন হেলমেট না পড়ে শোভাযাত্রার সামনে দিয়ে যাচ্ছিলেন, ঘটনাটি পুলিশ সুপার টুটুল চক্রবর্তীর নজরে আসে। শোভাযাত্রা শেষ ওই কর্মকর্তাকে পুলিশ সুপার কার্যালয়ে ডাকা হয়। তাকে সদর থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করার আদেশ দেন পুলিশ সুপার।

এ বিষয়ে পুলিশ সুপার টুটুল চক্রবর্তী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, হেলমেট না পওে মোটরসাইকেল চালানোর অপরাধে তাকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close