বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

  ০৭ আগস্ট, ২০১৮

মাছের পোনা অবমুক্তকরণ

নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ.লীগের স্বাস্থ্য-জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী উপজেলার পাঁচটি বিল ও পাঁচটি নদ-নদীতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেছেন। উপজেলা পরিষদ ও ব্যক্তিগত অর্থায়নে তিনি এসব পোনা অবমুক্ত করেন। গতকাল সোমবার দুপুরে তিনি মাঝগাঁও ইউনিয়নের বিল চিনিডাঙ্গা ও বিল দোবিলায় মাছের পোনা অবমুক্ত করেন। এরআগে গত এক মাসে তিনি ক্ষিদ্রি আটাই, ডাঙ্গা দারিকুশি প্রতাপপুর মৎস্য অভয়াশ্রম, নাগর নদী, মরা বড়াল নদী ও কৈখোলা বিলে মাছের পোনা অবমুক্ত করেন।

সোমবার মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য আবু বক্কর সিদ্দিক, আবুল কালাম জোয়ার্দ্দার, মাঝগাঁও ইউনিয়ন আ.লীগের সভাপতি খোকন মোল্লা, উপজেলা মৎস্য অধিদফতর ক্ষেত্র সহকারী ফেরদৌস ওয়াহিদ, বনপাড়া পৌরসভার সাবেক প্যানেল প্রশাসক আব্দুস সোবাহান প্রামানিক, পৌর আ.লীগের যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, হাবিল মজুমদার প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close