কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

  ২৮ জুলাই, ২০১৮

কুয়াকাটা সৈকত ভাঙনরোধে মানবপ্রাচীর

সূর্যোদয় ও সূর্যাস্তের বেলাভূমি কুয়াকাটা সৈকতের অব্যাহত বালুক্ষয় রোধে পানি উন্নয়ন বোর্ডের প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবিতে প্রতীকী মানবপ্রাচীর করছে এলাকাবাসী। গতকাল শুক্রবার বেলা ১১টায় বিভিন্ন সামাজিক সংগঠনের আয়োজনে সৈকতে এ মানবপ্রাচীর অনুষ্ঠিত হয়।

গত কয়েকদিনে কুয়াকাটা সৈকতের প্রায় ৩০ থেকে ৩৫ ফুট প্রস্থ জমি সাগরগর্ভে বিলীন হয়েছে গেছে। এই ভাঙন রোধের দাবিতে সৈকতে বিনিয়োগকারী, এলাকাবাসী, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, পর্যটক, পর্যটন ব্যবসায়ীসহ কয়েক শ লোক মানবপ্রাচীরে অংশগ্রহণ করে।

এ সময় বক্তব্য দেন কুয়াকাটা পৌর মেয়র বারেক মোল্লা, বাংলা ভিশনের কুয়াকাটা-কলাপাড়া প্রতিনিধি জহিরুল ইসলাম মিরন, বিজয় টিভির কুয়াকাটা প্রতিনিধি হুসাইন আমির প্রমুখ। বক্তারা সৈকতের ভাঙনরোধে দ্রুত প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist