গাজীপুর প্রতিনিধি

  ২১ জুলাই, ২০১৮

গাজীপুরে বিদ্যুৎস্পর্শে ২ শ্রমিকের মৃত্যু

গাজীপুরে বহুতল ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পর্শে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় ঘটনাস্থলে আরো দুই শ্রমিক আহত হন। গত বৃহষ্পতিবার রাতে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করেছে। নিহতরা হলো কুড়িগ্রামের কাচাকাটা থানার ঢাকডহর গ্রামের মৃত দেয়ানত উল্লাহর ছেলে ইয়াকুব আলী (৪৮) ও একই থানার নারায়ণপুর এলাকার আজিম উদ্দিনের ছেলে নূর ইসলাম (৪২)। আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জয়দেবপুর থানার এসআই আল আমিন জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুর সিটি করপোরেশনের জয়দেবপুর এলাকার আবেদ প্লাজা নামক একটি নির্মাণাধীন ভবনের সাত তলার ছাদে কাজ করছিলেন কয়েক নির্মাণ শ্রমিক। এ সময় ভবনের বিভিন্ন অংশে পানি দেওয়ার সময় বিদ্যুতের তারের লিকেজ থেকে বিদ্যুতায়িত হয়ে চারজন স্পৃষ্ট হন। অন্য সহকর্মীরা তাদেরকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। অন্য দুই জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক। এ ঘটনায় জয়দেবপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist