ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি

  ১৭ জুলাই, ২০১৮

ইউএনও-প্রকৌশলীকে লাঞ্ছিত করায় চেয়ারম্যান বরখাস্ত

সুনামগঞ্জের ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়ন পরিষদের (ইইপ) চেয়ারম্যান সাহাব উদ্দিন মোহাম্মদ সাহেলকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। হাওরের বোরো ফসল রক্ষা কাজের অতিরিক্ত বিল আদায়ে ছাতক ইউএনও ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপসহকারী প্রকৌশলীকে অবরুদ্ধ রেখে লাঞ্ছিত করে ফেসবুকে প্রচার করার ঘটনা তদন্তে প্রমাণিত হওয়ায় স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে তাকে বরখাস্ত করা হয়। গত রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব ইখতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক সাবিরুল ইসলাম। জানা যায়, গত ১৭ মে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে ঢুকে সিংচাপইড় ইউপি চেয়ারম্যান চাউলীর হাওরের বাঁধের অতিরিক্ত বিল দাবি করেন। ইউএনও নাছির উল্লাহ খান ও পাউবোর উপসহকারী প্রকৌশলী সাহাদাত হোসেনকে অবরুদ্ধ করে অকথ্য ভাষায় গালাগাল ও লাঞ্ছিতের ঘটনাটি ফেসবুকে ৫০ মিনিট লাইভ করেন তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist