কক্সবাজার প্রতিনিধি

  ১৬ জুলাই, ২০১৮

মাতামুহুরীর চোরাবালিতে হারাল ৫ ছাত্রের জীবন

কক্সবাজারের চকরিয়ায় উপজেলার মাতামুহুরী নদীর চরে খেলতে ঘিয়ে চোরাবালিতে প্রাণ হারাল পাঁচ ছাত্র। গত শনিবার পৌর শহরের চকরিয়া গ্রামার স্কুলের ছাত্ররা জেগে ওঠা বালু চরে বন্ধুদের সঙ্গে ফুটবল গিয়ে এ ঘটনা ঘটে।

নিখোঁজ হওয়া ছাত্ররা হলোÑ আনোয়ার শপিং কমপ্লেক্সের মালিক আনোয়ার হোছাইনের দুই পুত্র দশম শ্রেণির ছাত্র আমিনুল হোছাইন এমশাদ (১৭) ও তার ছোট ভাই অষ্টম শ্রেণির ছাত্র আফতাব হোছাইন মেহেরাব (১৫), দশম শ্রেণির ছাত্র ও মানিকপুর তর্দরূপ ভট্টাচার্য্যরে পুত্র তুর্ণ ভট্টাচার্য (১৭), গ্রামার স্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের পুত্র দশম শ্রেণির ছাত্র সাঈদ জাওয়াদ আরভি (১৭) ও চিরিংগা সরকারি হাসপাতাল পাড়ার মোহাম্মদ শওকতের পুত্র দশম শ্রেণির ছাত্র ফারহান বিন শওকত (১৭)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মাতামুহুরী নদীতে চিরিংগা ব্রিজের নিচে সদ্য জেগে ওঠা বালু চরে চকরিয়া গ্রামার স্কুলের এক দল ছাত্র ও ক্ষুদে ফুটবলার বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে যায়। খেলে শেষে সাড়ে ৩টায় মাতামুহুরী নদীতে গোসল করতে নামে তারা। এ সময় ছয়জন ছাত্র নিখোঁজ হয়। তার মধ্যে একজনকে তাদের সহপাঠীরা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চকরিয়া একটি হাসপাতালে ভর্তি করায়। ঘটনার ৩ ঘণ্টা পর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস ডিফেন্স স্টেশনের এক দল ডুবুরি নদীতে জাল ফেলে নিখোঁজ হওয়া পাঁচ ছাত্রের মধ্যে চারজনকে মৃতাবস্থায় উদ্ধার করেন। এ ঘটনায় চকরিয়ার নেমে এসেছে শোকের ছায়া।

চকরিয়া থানার ওসি মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ‘স্থানীয় এক দল জেলে জাল নিয়ে নিখোঁজ ছাত্রদের লাশ উদ্ধারে সহায়তা করে।’

চকরিয়া উপজেলা সরকারি কমিশনার (ভূমি) খোন্দকার মো. ইখতিয়ার উদ্দীন আরাফাত বলেন, ঘটনার সময় কক্সবাজারের কোথাও ডুবুরি দল পাওয়া যায়নি। চট্টগ্রামেও খবর দেওয়া হয়েছিল। এর আগেই স্থানীয় ফায়ার সার্ভিসের দমকল বাহিনী ও এলাকার লোকজন নানাভাবে খোঁজ করে একজনকে জীবিত ও পাঁচ জনের লাশ উদ্ধার করেছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist