কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

  ১৪ জুলাই, ২০১৮

কটিয়াদীতে রথযাত্রা আজ

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ভোগবেতালে আজ শনিবার ১৪ জুলাই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্র্মীয় উৎসব রথযাত্রা। আজ বিকেল ৩টায় প্রথম রথযাত্রার মধ্য দিয়ে শুরু হবে সপ্তাহব্যাপী রথমেলা। ২২ জুলাই রোববার উল্টো রথযাত্রার মধ্যদিয়ে শেষ হবে এ উৎসব।

উপজেলার আচমিতা ইউনিয়নের ভোগবেতালে ঈশা খাঁ ও রাজা নবরঙ্গ রায়ের স্মৃতিবিজড়িত ৫০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী শ্রী শ্রী গোপীনাথ জিউর আখড়ায় আজ শনিবার থেকে শুরু হয়ে সপ্তাহব্যাপী চলবে এ রথমেলা। কথিত আছে ১৪৮৫ খ্রিস্টাব্দে গোপীনাথ জিউর রথের গোড়াপত্তন হয় রাজা নবরঙ্গ রায়ের আমলে। পরবর্তীতে আখড়ায় ২০০ একর জমি দান করেন ঈশা খাঁ। তবে মন্দিরের গোড়াপত্তন করেছিলেন সামন্ত রাজা নব রঙ্গরায়। রথযাত্রা উপলক্ষে কটিয়াদী গোপীনাথ জিউর মন্দির প্রাঙ্গণে হাজার হাজার ভক্ত সমর্থকদের মিলন মেলায় পরিণত হয়। বিভিন্ন ধর্মালম্বী মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে মন্দির এবং এর আশপাশের এলাকা। গোপিনাথ জিউর মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক দিলিপ কুমার সাহা বলেন, রথযাত্রা উৎসব মূলত সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠান হলেও এলাকার ধর্ম বর্ণ নির্বিশেষে হাজার হাজার মানুষ এতে অংশ নেয়। প্রায় ৫০০ বছরের পুরনো এই রথযাত্রা কিশোরগঞ্জবাসীর কাছে বরাবরই সার্বজনিন উৎসব হয়ে ওঠে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist