ইবি প্রতিনিধি

  ১৩ জুলাই, ২০১৮

ইউজিসির অভিন্ন নীতিমালা প্রত্যাখ্যান ইবি শিক্ষকদের

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক প্রস্তাবিত অভিন্ন নীতিমালা প্রত্যাখ্যান করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরাম। গত বুধবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের ডরমেটরিতে অনুষ্ঠিত ফোরামের সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেন তারা। গতকাল বৃহস্পতিবার ফোরামের সভাপতি অধ্যাপক ড. কামাল উদ্দিন ও সম্পাদক অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

জানা যায়, বুধবার বিশ্ববিদ্যালয়ের বাঙালি জাতীয়তাবাদ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক প্রস্তাবিত পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের যে অভিন্ন নীতিমালা প্রণয়ন করেছে, তা প্রত্যাখ্যানের মতামত দেন সংগঠনটির নেতারা। তাদের দাবি, এ ধরনের নীতিমালা পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের স্বায়ত্তশাসনের ধারণার পরিপন্থী। বিশ্ববিদ্যালয়ের প্রচলিত যে নীতিমালা রয়েছে, সেটিই শিক্ষকদের জন্য গ্রহণযোগ্য নীতি।

এ বিষয়ে শাপলা ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘শিক্ষক নিয়োগ, পদোন্নতি-সংক্রান্ত নীতিমালার প্রচলিত পদ্ধতিই শিক্ষকদের জন্য কার্যকরী। ইউজিসি কর্তৃক নীতিমালায় পদোন্নতির যেসব শর্ত প্রস্তাব করা হয়েছে সেগুলো বিশ্ববিদ্যালয়সমূহের প্রকৃতি এবং শিক্ষা ও গবেষণার জন্য বিদ্যমান সুযোগ-সুবিধার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist