সাতক্ষীরা প্রতিনিধি

  ১৩ জুলাই, ২০১৮

দালালদের দৌরাত্ম্য কমাতে ভাঙা হলো ঘর

দালালদের দৌরাত্ম্য কমাতে সাতক্ষীরা সদর ভূমি অফিসের টিনশেডের ঘরটি ভেঙে ফেলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ভারপ্রাপ্ত এসিল্যান্ড ও সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তহমিনা খাতুনের নির্দেশে এ কার্যক্রম পরিচালিত হয়।

স্থানীয়রা জানান, ভূমি অফিসে প্রতিনিয়ত হয়রানি ও দালালের খপ্পরে পড়ে সর্বশান্ত হচ্ছে সাধারণ মানুষ। দীর্ঘদিন ধরে এ অফিসে কোনো এসিল্যান্ড না থাকায় দালালের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি সাবেক এসিল্যান্ড সাদিয়া আফরিনের স্বাক্ষর জালিয়াতির ঘটনাও ঘটেছে।

এ বিষয়ে সদর এসিল্যান্ড (ভারপ্রাপ্ত) ও সদর উপজেলা নির্বাহী অফিসার তহমিনা খাতুন জানান, সঠিক নিয়মনীতি অনুসরণ করে জরাজীর্ণ ভবনটি ভেঙে ফেলা হয়েছে। নতুন ভবন নির্মাণের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। ভূমি অফিসে কোনো দালালের ঠাই হবে না।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist