চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

  ১২ জুলাই, ২০১৮

সোনামসজিদ-মহদিপুর স্থলবন্দরে বাণিজ্যিক গতি ফেরাতে বৈঠক

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর ও ভারতের মহদিপুর স্থলবন্দরের উভয় দেশের ব্যবসা-বাণিজ্যের গতিশীলতা ফিরিয়ে আনতে গতকাল বুধবার দুপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ভারতের মহদিপুর স্থলবন্দরের আমদানি-রফতানি অ্যাসোসিয়েশন কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বাংলাদেশের পক্ষে সোনা মসজিদ স্থলবন্দরের সহকারী কাস্টমস কমিশনার সোলাইমান হোসেন ও বেলাল হোসেন, আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি রফিকুল ইসলাম, সোনা মসজিদ সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন অর রশিদ, পানামা সোনা মসজিদ পোর্ট লিংক লিমিটেডের পক্ষে মাইনুল ইসলাম অংশ নেন।

অপরদিকে ভারতের মহদিপুর স্থলবন্দরের পক্ষে কাস্টমস সুপার পার্থ বৌদ্দ্য, আমদানি-রফতানি অ্যাসোসিয়েশনের সভাপতি লিখিল চন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক সুকুমার সাহা, মহদিপুর স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শ্রী ভূপতি মন্ডলসহ কয়েকজন। এ ছাড়া মহদিপুর ট্রাক পার্কিং কেন্দ্রের পক্ষে উপস্থিত ছিলেন জালসু শেখ। আলোচনা সভায় বিষয়বস্তু ছিল-ভারত থেকে আমদানিকৃত পণ্য ভতি ভারতীয় ট্রাক পানামা ইয়ার্ডের ভেতরে দিনের পর দিন আটকে রেখে একদিকে যানজট সৃষ্টি। অন্যদিকে ভারতীয় ট্রাক চালকদের হয়রানি। এ ছাড়াও ওই আলোচনা ওঠে আসে ভারত থেকে যে সব পণ্য ভর্তি ট্রাক সোনা মসজিদ স্থলবন্দরে পৌঁছে সেই পণ্যগুলো জরুরি ভিত্তিতে ছাড় করে ভারতীয় ট্রাক ছেড়ে দিতে হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist