সাতক্ষীরা প্রতিনিধি

  ১২ জুলাই, ২০১৮

স্ত্রীকে পতিতালয়ে বিক্রির দায়ে স্বামীর যাবজ্জীবন

স্ত্রীকে ভারতে পাচারের পর পতিতালয়ে বিক্রির দায়ে স্বামীসহ দুইজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন সাতক্ষীরার আদালত। সেই সঙ্গে তাদের এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদ-ের আদেশ দিয়েছেন বিচারক। গতকাল বুধবার দুপুরে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হোসনে আরা আক্তার এ আদেশ দেন। এ সময় মামলার অপর তিন আসামিকে খালাস দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্ত আসামিরা হলেনÑ সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের বালুইগাছা গ্রামের আবদুল আজিজের ছেলে তঞ্জুরুল ইসলাম বাবু ও আমের আলী সরদারের ছেলে শওকত হোসেন। মামলার বিবরণে জানা যায়, ২০০৫ সালের ২৫ আগস্ট তঞ্জুরুল ইসলাম বাবু তার স্ত্রীকে চাকরির প্রলোভন দেখিয়ে এক লাখ টাকার বিনিময়ে স্থানীয় শওকত হোসেন, মক্ষ্মী রানী সুন্দরী ওরফে ময়না, আবদুল গফুর ও সাগর মাতবরের সহযোগিতায় ভারতের একটি পতিতালয়ে বিক্রি করে দেন। পরে মেয়েটি পালিয়ে দেশে ফিরে আসে। এ ঘটনায় মেয়েটি খালু আশাশুনি উপজেলার বড় দল গ্রামের মৃত. মোহাম্মদ গাজীর ছেলে আতিয়ার রহমান গাজী বাদী হয়ে থানায় পাঁচজন আসামি করে থানায় মামলা দায়ের করেন।

সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাড. জহুরুল হায়দার বাবু জানান, মামলার ছয়জন স্বাক্ষীরা সাক্ষ্য গ্রহণ ও নথি পর্যালোচনা করে তঞ্জুরুল ইসলাম বাবু ও শওকত হোসেনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাদের দুইজনকে যাবজ্জীবন কারাদন্ড ও জরিমানা আদেশ দিয়েছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist