প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১২ জুলাই, ২০১৮

সম্পদে রূপান্তরিত হবে জনসংখ্যা

‘অধিক জনসংখ্যা সম্পদে রূপান্তরিত করতে হবে’ এই স্লোগানে গতকাল বুধবার দেশের বিভিন্ন জেলায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। দিবসটির কর্মসূচির হিসেবে র‌্যালি, আলোচনা সভা, শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানকে সনদপত্র প্রদান করায়।

রাজশাহীর অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা অধিদফতর (এফপিও) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান বলেন, ‘পরিবার পরিকল্পনা হলো সন্তানকে মানুষের মতো মানুষ করা। বাংলাদেশে কর্মসংস্থানের সংকট রয়েছে। কিন্তু অধিক জনসংখ্যা আমাদের সম্পদে রূপান্তরিত করতে হবে।’

আমাদের অফিস ও প্রতিনিধিদের পাঠান খবর:

রাজশাহী : পরিবার কল্যাণ পরিদর্শিক প্রশিক্ষণ প্রতিষ্ঠানে অনুষ্ঠিত আলোচনা সভায় রাজশাহী বিভাগীয় পরিচালক শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা প্রশাসক এস.এম আব্দুল কাদের, স্বাস্থ্য বিভাগের বিভাগীয় পরিচালক ডা. মো. আনিসুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুর রাজ্জাক খান ও জেলা সিভিল সার্জন ডা. সঞ্জিত কুমার সাহা। অনুষ্ঠানে বক্তব্য দেন পরিবার পরিকল্পনা রাজশাহী বিভাগীয় উপ-পরিচালক ডা. নাসিম আখতার।

দিনাজপুর : দিনাজপুরে সভায় প্রধান অতিথি ছিলে জেলা প্রশাসক ড. আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুর। উপস্থিত ছিলেন এফপিও উপ-পরিচালক ডাঃ মোঃ আবু নছর নুরুল ইসলাম চৌধুরী। বক্তব্য দেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের ডিস্ট্রিক্ট কনসালটেন্ট ডা. রেজাউল হক, সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস, উপজেলা চেয়ারম্যান মো. ফরিদুল ইসলাম প্রমুখ।

চাঁপাইনবাবগঞ্জ : জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মাহমুদুল হাসান। বক্তব্য দেন সিভিল সার্জন ডা. এসএফএম খায়রুল আতাতুর্ক, শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ড. কেরামত আলী।

ফরিদপুর : জেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা বিভাগ আয়োজিত সভার সভাপতিত্ব করেন এডিসি (সার্বিক) বেগম রোখসানা রহমান। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া। বক্তব্য দেন সিভিল সার্জন ডা. মো. শাজাহান কবির, মোহাম্মদ আলী সিদ্দিকী, মো. কামরুল হাসান।

ঝিনাইদহ : জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা এফপিও উপ-পরিচালক ডা. জাহিদ আহম্মেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. রাশেদা সুলতানা, এডিসি বাকাহীদ হোসেন, এডিএম আছাদুজ্জামান প্রমুখ।

মানিকগঞ্জ : জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় জেলা প্রশাসক নাজমুছ সাদাত সেলিম, এফপিও উপ-পরিচালক ডা. রঞ্জিত কুমার মন্ডল, এডিসি (সার্বিক) মো. বাবুল মিয়া, পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিমসহ এনজিওর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে জেলার ১৮ শ্রেষ্ঠকর্মীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

নাটোর : স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম রাব্বীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, জেলা এফপিও ডা. এস এম জাকির হোসেন সহ অন্যান্য।

নেত্রকোনা : জেলা পাবলিক আলোচনা সভায় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মুহাম্মদ আরিফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা এফপিও উপপরিচালক কাজী ফারুক আহমেদ, সিভিল সার্জন ডা. মো. তাজুল ইসলাম খান, জেলা কৃষক লীগের সভাপতি কেশব রঞ্জন সরকার, নারী প্রগতি সংঘ নেত্রকোনা কেন্দ্রের ব্যবস্থাপক আলী আমজাদ খান প্রমুখ।

বরগুনা : জেলা এফপিও আয়োজনে ও মেরী স্টোপ’স বাংলাদেশ নিরাপদ প্রকল্প-২ এর সহযোগিতায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা এফপিও উপ-পরিচালক গোলাম সরোয়ারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মোখলেছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডাঃ মো. হুমায়ূন শাহীন খান প্রমূখ।

পটুয়াখালী : জেলায় আলোচনা সভা সভাপতিত্ব করেন এফপিও উপ-পরিচালক ডা. জসিম উদ্দিন মুকুল। অনুষ্ঠানে প্রধান অতিথি এডিসি (রাজস্ব) মো. মামুনুর রশীদ, বিশেষ অতিথি এডিসি (সার্বিক) মো. হেমায়েত উদ্দন, এএসপি মাহফুজুর রহমান, সিভিল সার্জন ডা. শাহ মোজাহেদুল ইসলাম, জেলা আ.লীগ সম্পাদক মুক্তিযোদ্ধা কাজী আলমগীর হোসেন প্রমুখ।

নড়াইল : জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা এফপিও উপ-পরিচালক মো. শামসুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. এমদাদুল হক চৌধুরী। উপস্থিত ছিলেন এসপি মোহাম্মদ জসিমউদ্দিন, এডিসি (সার্বিক) মো. কামরুল আরিফ, এডিসি (রাজস্ব) কাজী মাহবুবুর রশীদ, এডিএম ইয়ারুল ইসলাম প্রমুখ।

গাইবান্ধা : জেলা শহরে শোভাযাত্রা পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এফপিও উপ-পরিচালক দেওয়ান মোর্শেদ কামালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মিজানুর রহমান।

নরসিংদী-রায়পুরা : জেলার আলোচনা সভায় প্যানেল মেয়র ইয়াছমিন সুলতানার সভাপতিত্বে বক্তব্য দেন মেয়র আলহাজ¦ কামরুজ্জামান কামরুল, পৌর আ.লীগ সম্পাদক আলহাজ¦ আমজাদ হোসেন বাচ্চু, সাংগঠনিক সম্পাদক ওয়ালিউর রহমান, পৌর নির্বাহী প্রকৌশলী তারিকুল ইসলাম ভুইয়া, পৌর মেডিকেল অফিসার ডা. মো. সাজেদুল হক অপু প্রমুখ।

এদিকে জেলার রায়পুরা উপজেলায় র‌্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. মিজানুর রহমান চৌধুরী, ইউএনও মো. শফিকুল ইসলাম, উপজেলা আ.লীগের সভাপতি আফজাল হোসাইন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আফম আরাফাত হোসেন প্রমুখ।

রাজবাড়ী : জেলা প্রশাসক মো. শওকত আলীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ফকির আবদুল জব্বার, এসপি আসমা সিদ্দিকা মিলি, সিভিল সার্জন ডা. রহিম বক্স, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এমএ খালেক, এনজিও রাস ফেডারেশনের সভাপতি মো. লুতফর রহমান লাবু প্রমুখ।

নাগরপুর (টাংগাইল) : টাংগাইলের নাগপুর উপজেলার সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য খন্দকার আবদুল বাতেন এমপি। ইউএনও আসমা শাহীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আশরাফ আলী, ড. প্রিয়াংকা দাস, ইউএফপিও মাহবুবুর রহমান প্রমুখ।

নবাবগঞ্জ-দোহার-কেরানীগঞ্জ (ঢাকা) : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় র‌্যালিতে উপস্থিত ছিলেন ইউএনও মো. তোফাজ্জল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মরিয়ম মোস্তফা শিমু, স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ শহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. শাহ জাহান প্রমুখ।

এদিকে জেলার দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এফপিও কার্যালয়ে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন। এতে উপস্থিত ছিলেন দোহার ইউএনও আফরোজা আক্তার রিবা, সহকারী কমিশনার (ভূমি) সালমা খাতুন, ওসি সিরাজুল ইসলাম শেখ প্রমুখ।

এছাড়া জেলার কেরানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় উপজেলা এফপিও নাহিদা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ, ইউএনও শাহে এলিদ মাইনুল আমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান সাবেরা ইসলাম ও আগানগর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ খুশী হাজী রাসেল মেম্বর প্রমুখ।

আদমদীঘি (বগুড়া) : বগুড়ার আদমদীঘি উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর আয়োজিত সভায় সভাপত্বি করেন সহকারী কমিশনার আরাফাত হোসেন। এতে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান ইউনুছ আলী, ফারহানা আহমেদ, মেডিক্যাল অফিসার ডা. শুভজিত কুমার কুন্ডু, ডা. শফিউল করিম তালুকদার, পরিবার পরিকল্পনা অফিসার এটিএম রবিউল আলম, সমবায় অফিসার জাহাঙ্গীর আলম প্রমূখ।

আমতলী (বরগুনা) : বরগুনার আমতলীতে র‌্যালি পরবর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও মো. সরোয়ার হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সম্পাদক ও পৌর মেয়র মো. মতিয়ার রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আলমগীর হোসেন, ইউপি চেয়ারম্যার একেএম নুরুল হক ও আমতলী প্রেসক্লাবের সভাপতি মো. জাকির হোসেন প্রমুখ।

ইসলামপুর (জামালপুর) : জামালাপুরের ইসলামপুর উপজেলায় র‌্যালি পরবর্তী সভায় উপজেলা সহাকারী কমিশনার (ভূমি) রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল। এতে বিশেষ অতিথি হিসাবে উপজেলা এফপিও ফারুক আল ফয়সাল, ইউপি চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারী প্রমুখ।

গুরুদাসপুর (নাটোর) : নাটোরের গুরুদাসপুর উপজেলা এফপিও ও ইউনিসেফের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সভায় ইউএনও মোহাম্মদ মনির হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল কুদ্দুস এমপি, মোহাম্মদ মনির হোসেন, ডা. মো. হাবিবুর রহমান, ডা. শ্যামলী খাতুন, আবু কায়েস ও মো. রফিকুল ইসলাম প্রমুখ।

কালিয়াকৈর (গাজীপুর) : গাজীপুরে কালিয়াকৈরে জনসংখ্যা ও উন্নয়ন বিষয়ক বক্তৃতা, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে ইউএনও মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মো. রেজাউল করিম রাসেল, উপজেলা এফপিও মীর মাসুদ রহমান, ডা. জুবায়রা হাসিন প্রমুখ।

খানসামা (দিনাজপুর) : দিনাজপুরের খানাসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে মা-শিশু স্বাস্থ্য ও এফপিও মেডিকেল অফিসার ডা. মিনহাজুল ইসলামের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। উপজেলা এফপিও সাহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলাম, বিশেষ অতিথি উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শামসুদ্দোহা মুকুল।

মধুখালী (ফরিদপুর) : ফরিদপুরের মধুখালী উপজেলায় র‌্যালি পরবর্তী সভায় ইউএনও (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনজুর হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা এফপিও শোয়েব আলী মিঞার সঞ্চালনায় অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আজিজুর রহমান মোল্যা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ খালিদ আহমেদ সইফুল্লাহ প্রমুখ।

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান বাইরুল ইসলাম। বক্তব্য দেন ইউএনও শিহাব রায়হান, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুন্নেসা বাবলী, শেখ মোঃ আদম, ইউপি চেয়ারম্যান জামাল উদ্দীন মন্ডল, সাদরুল ইসলাম প্রমুখ।

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) : গাইবান্ধা সুন্দরগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার এসএম গোলাম কিবরিয়ার সভাপত্বিতে সভায় বক্তব্য দেন আ.লীগের উপজেলার যুগ্ম-আহ্বায়ক টিআই এম মকবুল হোসেন প্রামাণিক, ডা. সেকেন্দার আলী, চেয়ারম্যান গোলাম কবির মুকুল, জাহানারা আরজু, মিলন কুমার সরকার, নুন্নাহার বেগম।

মুরাদনগর (কুমিল্লা) : কুমিল্লার মুরাদনগরে উপজেলা এফপিও মো: মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ইউএনও মিতু মরিয়ম। সমাজ সেবা অফিসার মো. কবির আহাম্মদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান সানোয়ারা বেগম লুনা, সহকারী কমিশনার (ভূমি) রায়হান মেহেবুব প্রমুখ।

হাটহাজারী (চট্টগ্রাম) : চট্টগ্রামের হাটহাজারী ইউএনও আক্তার উননেছা শিউলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মাহবুবুল আলম চৌধুরী, বিশেষ অতিথি মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, স্বাস্থ্য কর্র্মকর্তা ডা. আবু সৈয়দ মোহাম্মদ ইমতেয়াজ উদ্দিন প্রমুখ।

ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) : ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা চেয়ারম্যান এ্যাড. আজিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন ইউএনও লীরা তরফদার, সহকারী কমিশনার ভূমি শিউলী হরি, ইউপি চেয়ারম্যান শামছুল হক, এফপিও একেএম মোরশেদুজ্জামান, ডা. মাহমুদা বেগম প্রমুখ।

ফুলবাড়ী (দিনাজপুর) : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় এফপিও আলহাজ্ব ডা. নুরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ইউএনও মো. আব্দুস সালাম চৌধুরী।

সিংড়া (নাটোর) : নাটোরের সিংড়া উপজেলায় ইউএনও বিপুল কুমারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, স্বাগত বক্তব্য দেন ইউএফপিও ডা. বেলাল হোসেন।

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) : সিরাজগঞ্জের রায়গঞ্জে ইউএনও মৌসুমী মাহবুবের সভাপতিত্বে¡ প্রধান অতিথির ছিলে উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম। ইউএফপিও আব্দুল আলিমের সঞ্চালনায় বক্তব্য দেন রায়গঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান শিউলী ইয়াছমিন, ইউএফপিও ডা. মুহম্মাদ মোস্তফা আশরাফ প্রমুখ।

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সভায় উপস্থিত ছিলেন ইউএনও আ. মান্নান, প্রকৌশলী মাইনুল ইসলাম, এমও ডা. মোহা. রহমতুল্লাহ, ইউএফপিও মোশাররফ হোসেন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মনোরঞ্জন বর্মন, সাংবাদিক মশিউর রহমান প্রমুখ।

পাঁচবিবি (জয়পুরহাট) : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় সভার সভাপতিত্ব করেন ইউএনও মো. রাজিবুল আলম। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান প্রভাষক মোস্তাফিজুর রহমান।

হাজীগঞ্জ (চাঁদপুর) : চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় ইউএনও বৈশাখী বড়–য়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ অধ্যাপক আবদুর রশিদ মজুমদার। বক্তব্য দেন ইউএফপিও মো. গোলাম মোস্তফা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদুল ইসলাম।

হিলি (দিনাজপুর) : দিনাজপুরের হিলি উপজেলায় ইউএফপিও মামুনুর রশিদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন আরএমও আহসান হাবিব, ডা. দেবব্রত রায়, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক হারুন-উর-রশিদসহ অন্যান্য।

কালীগঞ্জ (গাজীপুর) : গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ইউএফপিও সানজিদা আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও খন্দকার মু. মুশফিকুর রহমান। উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ছাদেকুর রহমান আকন্দ, মো. লতিফুর রহমান, আবু নাদির সিদ্দিকী, ডা: মিজানুর রহমান, আব্দুর রহমান আরমান প্রমুখ।

কটিয়াদী (কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জের কাটিয়াদী উপজেলায় ইউএনও ইশরাত জাহান কেয়ার সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আব্দুল ওয়াহাব, সহকারী কমিশনার (ভূমি) একে গোলাম মোর্শেদ খান, স্বাস্থ্য কর্মকর্তা ডা. তপন কুমার দত্ত, ইউএফপিও সাইদুর রহমানসহ অনেকে।

কেন্দুয়া (নেত্রকোনা) : নেন্ত্রকোনার কেন্দুয়া উপজেলায় ইউএফপিও ডা. মো. ফজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্যানেল চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভূঞা।

কোটালীপাড়া (গোপালগঞ্জ) : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ইউএফপিও পলাশ কুমার বিশ^াসের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রেমানন্দ মন্ডল প্রমূখ।

কয়রা (খুলনা) : খুলনার কয়রা উপজেলায় ইউএফপিও অফিসার তুহিন কান্তি ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আখম তমিজ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন আমাদী ইউপি চেয়ারম্যান আমির আলী গাইন, বাগালী ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার পাড়, প্রেসক্লাব সভাপতি সদর উদ্দিন আহমেদ প্রমুখ।

সোনাইমুড়ী (নোয়াখালী) : নোয়াখালীর সোনাইমুড়ী ইউএফপিও মাহমুদুল হাছানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউএনও টিনা পাল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রতন চন্দ্র বর্মন। সহকারী ইউএফপিও রেজাউন নূরের সঞ্চালনায় বক্তব্য দেন পরিবার পরিকল্পনা পরিদর্শক মাঈন উদ্দিন, মো. সুমন, সাইফুল ইসলাম।

পাইকগাছা (খুলনা) : খুলনার পাইকগাছা উপজেলায় ইউএনও মো. ফকরুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. স.ম বাবর আলী। বক্তব্য দেন ইউএফপিও কর্মকর্তা এসএম কবির হোসেন, প্রশান্ত কুমার রায়, ডা. জয়ব্রত ঘোষ, ইউপি চেয়ারম্যান কওছার।

পাথরঘাটা (বরগুনা) : বরগুনার পাথরঘাটা ইউএফপিও প্রধান ডা. বিজলী বালা মিত্রের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ইউএনও মো. হুমায়ুন কবির, উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন, ভাইস চেয়ারম্যান ফাতিমা পারভীন প্রমুখ।

রাজৈর (মাদারীপুর) : মাদারীপুরের রাজৈর উপজেলায় ডা. এইচ এম মাহাবুবুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান খান, পৌর মেয়র শামীম নেওয়াজ মুন্সী, ভাইস চেয়ারম্যান শান্তি রঞ্জন দাস, মহিলা ভাইস চেয়ারম্যান লিতা কুদ্দুস প্রমুখ ।

কলমাকান্দা (নেত্রকোনা) : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউএফপিও ডা. বিজয় প্রকাশ বিশ্বাস, এসএম তৌকির আহমেদ, ডা. অলক কুমার সিংহ, মো. শামীম আলম, এ্যাপলো মজুমদার, সামজাত খান ও রাসেল মিয়া প্রমুখ।

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) : মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ইউএনও তানবীর মোহাম্মদ আজিম, সহকারি কমিশনার (ভূমি) নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান হেলেনা ইয়াসমিন, জিয়াউল আলম, ইউপি চেয়ারম্যান মীর লিয়াকত আলী, ডা. শহিদুল ইসলাম প্রমুখ। পরে শ্রেষ্ঠ ভিজিটরদের পুরস্কার ও সনদ প্রদান করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist