গোপালগঞ্জ প্রতিনিধি

  ১১ জুলাই, ২০১৮

দেশীয় মাছ বৃদ্ধি ও রক্ষায় গণবিজ্ঞপ্তি

গোপালগঞ্জের পাঁচটি উপজেলাকে দেশীয় মাছের বংশ বৃদ্ধির অভায়শ্রমে পরিণত করতে জেলার বিভিন্ন খালে-বিলে, জলাশয়ে কোনো ধরনের চরপাটা, বাঁধ, ভেসাল জাল, কারেন্ট জাল ব্যবহার করে মাছ শিকার করা যাবে না মর্মে কড়া হুশিয়ারি জারি করেছে প্রশাসন। এদিকে, আইন অমান্য করে বেআইনিভাবে মাছ শিকার করলে মোবাইল কোর্ট পরিচালনা করে আইন ভঙ্গকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে। গতকাল মঙ্গলবার এ ধরনের একটি গণবিজ্ঞপ্তি দিয়েছেন বিভিন্ন উপজেলার ইউএনওরা। এ গণবিজ্ঞপ্তিটি ব্যাপক প্রচারের জন্য তারা অধস্তন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

দেশজ মাছ রক্ষার্থে এ ধরনের গণবিজ্ঞপ্তি দেওয়ায় সাধুবাদ জানিয়েছে এলাকার অভিজ্ঞমহল। সেই সঙ্গে প্রকৃত মৎস্যজীবীরাও এতে খুশি হয়েছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist