মেহেরপুর প্রতিনিধি

  ১১ জুলাই, ২০১৮

মাদকের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে

খুলনা বিভাগীয় কমিশনার

মাদকের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া। গতকাল মঙ্গলবার দুপুরে মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত শিশু সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, মাদকের কারণে আমাদের যুবসমাজ নষ্ট হচ্ছে। মা-বাবাকেও খুন করতে দ্বিধা করছে না। তাই দেশকে এগিয়ে নিতে হলে মাদক প্রতিরোধের কোনো বিকল্প নেই।

ইউএনও বিষ্ণুপদ পালের সভাপতিত্ব অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক আনোয়ার হোসেন, পুলিশ সুপার আনিছুর রহমান, জেলা আ.লীগ সম্পাদক এমএ খালেক, গাংনী উপজেলা আ.লীগ সভাপতি সাহিদুজ্জামান খোকন প্রমুখ।

অনুষ্ঠানে বাওট বাধাগ্রস্ত শিশু বিদ্যালয়ের (প্রতিবন্ধী বিদ্যালয়) ছাত্রছাত্রীদের স্কুলভ্যান ও এলাকার দুস্থদের মধ্যে ছাগল বিতরণ করা হয়। এ ছাড়া গাংনী উপজেলার প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের মিড ডে মিলের জন্য ১৫ হাজার টিফিন বক্স দেওয়া হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist