কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

  ০৯ জুলাই, ২০১৮

কালীগঞ্জে গ্রামীণ সড়কে শুরু হলো ৮ কালভার্টের কাজ

গাজীপুরের কালীগঞ্জে গ্রামীণ সড়কে ৮টি কালভার্টের নির্মাণকাজ শুরু হয়েছে। অতি সম্প্রতি বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ২০১৭-১৮ অর্থবছরের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের নিয়ন্ত্রণাধীন এ কাজের জন্য লটারির মাধ্যমে ঠিকাদারও মনোনীত করা হয়েছে। গতকাল রোববার উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মু. মুশফিকুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আক্তারুজ্জামান, কৃষি অফিসার কৃষিবিদ আবু নাদির সিদ্দিকী, বিআরডিবি অফিসার মোহাম্মদ মশিউল মাহমুদ, উপজেলা প্রেস ক্লাবের সম্পাদক আবদুর রহমান আরমান প্রমুখ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আক্তারুজ্জামান জানান, আটটি প্রকল্পের মধ্যে উপজেলার তুমলিয়া ইউনিয়নে তিনটি, মোক্তারপুর ইউনিয়নে দুটি, নাগরী ইউনিয়নে দুটি ও জামালপুর ইউনিয়নে একটি প্রকল্পের বরাদ্দকৃত ওই কাজের মোট নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৬২ লাখ ৭৭ হাজার ৪০৩ টাকা। এর মধ্যে তুমলিয়া ইউনিয়নে ১৪ লাখ ৫০ হাজার ৫৮৫ টাকা ব্যয়ে তুমলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে ১৬ ফুট দৈর্ঘ্যরে একটি কালভার্ট, সমপরিমাণ ব্যয়ে দক্ষিণ ভাদার্ত্তী এলাকায় একই দৈর্ঘ্যের একটি কালভার্ট ও ১৩ লাখ ২৩ হাজার ২৫৮ টাকা ব্যয়ে তুমলিয়া বালক উচ্চ বিদ্যালয়ের পূর্বপাশে খালের ওপর ১৪ ফুট দৈর্ঘ্যের একটি কালভার্ট নির্মিত হবে। নাগরী ইউনিয়নে ১৬ লাখ ৭৫ হাজার ৫৩০ টাকা ব্যয়ে গলান সড়কে ২০ ফুট দৈর্ঘ্যের একটি কালভার্ট ও ১৯ লাখ ৭৪ হাজার ১১৪ টাকা ব্যয়ে নলছাটা বিরুলিয়া সড়কের খালের ওপর ২৪ ফুট দৈর্ঘ্যের কালভার্ট নির্মিত হবে। মোক্তারপুর ইউনিয়নে ২৯ লাখ ১৪ হাজার ৩২৬ টাকা ব্যয়ে রাথুরা ডেমরা সড়কের খালের ওপর ৩৬ ফুট দৈর্ঘ্যের একটি কালভার্ট, সমপরিমাণ ব্যয়ে রাথুরা বাজার সড়কের খালের ওপর একই দৈর্ঘ্যের কালভার্ট নির্মিত হবে। জামালপুর ইউনিয়নে ১৯ লাখ ৭৪ হাজার ১১৪ টাকা ব্যয়ে চান্দেরবাগ-বড়গাঁও রাস্তায় খালের ওপর ২৪ ফুট দৈর্ঘ্যের কালভার্ট নির্মিত হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist