নিজস্ব প্রতিবেদক

  ০৯ জুলাই, ২০১৮

দুর্নীতি প্রতিরোধে গণশুনানি

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক গঠিত টাস্ক ফোর্সের উদ্যোগে গত ৩ জুলাই মঙ্গলবার সাড়ে ৩টায় কুড়িগ্রাম জেলা প্রশাসকের সভাকক্ষে দুর্নীতি প্রতিরোধে এক গণশুনানি অনুষ্ঠিত হয়।

কুড়িগ্রাম জেলা প্রশাসন ও কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির আয়োজনে সভায় সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক সুলতানা পারভীন।

এ সময় উপস্থিত ছিলেন সরকারের অতিরিক্ত সচিব ও পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদস্য (প্রশাসন) ইয়াকুব আলী পাটওয়ারী, নির্বাহী পরিচালক দহিদুল ইসলাম, প্রধান প্রকৌশলী (প্রকল্প) জালাল উদ্দিন মিয়াসহ টাস্ক ফোর্সের অন্যান্য সদস্যগণ। সভায় জেলা প্রশাসক সুলতানা পারভীন কুড়িগ্রাম জেলায় পল্লী বিদ্যুতায়ন কার্যক্রমে দুর্নীতি বন্ধে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

সভায় উপস্থিত সাধারণ জনগণ তাদের বক্তব্যে বলেন, বিগত সময়ের চেয়ে দুর্নীতির ব্যাপকতা বর্তমানে অনেকাংশেই হ্রাস পেয়েছে।

পরিশেষে টাস্ক ফোর্সের আহ্বায়ক গ্রাহকদের মৌখিক অভিযোগ শোনেন এবং নির্ধারিত ফরমে তাদের লিখিত অভিযোগ ও পরামর্শ গ্রহণ করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist