বান্দরবান প্রতিনিধি

  ০৮ জুলাই, ২০১৮

নাইক্ষ্যংছড়ির বাইশারীতে সর্বত্র ডাকাত আতঙ্ক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে গত এক সপ্তাহ যাবৎ ডাকাত ও অপহরণকারীদের আতঙ্কে রাত যাপন করছে জনসাধারণ। এরই মধ্যে পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যদের টহল অব্যাহত রয়েছে। তারপরও কাটছে না আতঙ্ক। আতঙ্কে লোকজন রাতে অন্যত্র পালিয়ে রাত যাপন করছে বলে একাধিক গ্রামবাসী জানান। গত সপ্তাহে মাত্র একদিনের ব্যবধানে বাইশারীর পার্শ্ববর্তী গর্জনীয়া ইউনিয়নের বড়বিলের নজুমাতবর পাড়া গ্রাম থেকে তিনজনকে অপহরণ পূর্বক মুক্তিপন আদায় করে অপহরকারীরা। অপহরণের পাশাপাশি বাড়ি-ঘরে লুটতরাজ চালিয়ে সর্বস্ব নিয়ে যায় ডাকাত দলের সদস্যরা। এদিকে গত বৃহস্পতি ও শুক্রবার পুলিশ ও জনতার সহযোগিতায় ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতরা হলোÑ রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড ফাক্রিকাটার বাসিন্দা নুরুল ইসলামের ছেলে গিয়াস উদ্দিন (২১) ও কক্সবাজার সদর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের গজালিয়া এলাকার বাসিন্দা মো. বেলালের পুত্র তারেকুল ইসলাম (২৪) ওরফে তারেক ডাকাত। গ্রেফতারকৃতরা পুলিশ ও জনতার সামনে অকপটে স্বীকার করে, তারা শীর্ষ সন্ত্রাসী মো. আনোয়ার ওরফে আনাইয়্যা বাহিনীর সক্রিয় সদস্য। তাদের দুইজনের পকেটে থাকা মুঠোফোনে ডাকাত আনাইয়্যার মোবাইল নাম্বারও রয়েছে। একাধিক স্থানীয় বাসিন্দারা জানান, ডাকাত আনাইয়্যার বিরুদ্ধে মুখ খুললেই তাদের সরাসরি হত্যার হুমকি প্রদান করছে। এ ছাড়া ডাকাত আনাইয়্যার হাতে এ পর্যন্ত বাইশারী, দৌছড়ি, ঈদগড়, গর্জনীয়া ও বাইশারী-ঈদগড়-ঈদগাঁও সড়কে অর্ধশত লোকজন অপহরণের শিকার হয়েছে এবং তার হাতে খুন হয়েছে নিরিহ জনসাধারণসহ চার ব্যক্তি।

বাইশারী ইউপি চেয়ারম্যান মো. আলম জানান, ডাকাত আনাইয়্যা প্রায় সময় তার মুঠোফোনে ফোন করে অকথ্য ভাষায় গালমন্দসহ হত্যার হুমকি দিচ্ছে এবং যেকোনো সময় এলাকায় বড় ধরনের ঘটনার সৃষ্টি করবে বলে সাফ সাফ জানিয়ে দিচ্ছে। এ নিয়ে তিনি নাইক্ষ্যংছড়ি থানায় সাধারণ ডায়রিসহ বিষয়টি পুলিশ-বিজিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করছেন বলে জানান। গত বৃহস্পতিবার নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর শেখ বাইশারী বাজার চত্বরে স্থানীয়দের নিয়ে এক জরুরি মতবিনিময় সভার আয়োজন করে। এই সময় উপস্থিত থেকে আরো বক্তব্য রাখেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আলম, বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক মো. আবু মুসা। অপরদিকে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপরিদর্শক মো. আবু মুসা জানান গত এক মাস যাবৎ জনসাধারণের পাহারা না থাকায় ডাকাত দলের সদস্যরা বেপরোয়া হয়ে উঠেছে। ইতোমধ্যে আবারও এলাকায় পাহারা বসানো হয়েছে। পুলিশের টহলও অব্যাহত রয়েছে। যেকোনো মুহূর্তে শীর্ষ সন্ত্রাসী আনাইয়্যা ডাকাতসহ তার বাহিনীকে ধরতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist