জামালপুর প্রতিনিধি

  ০২ জুলাই, ২০১৮

সিংহাজানী খাদ্য গুদামে নিম্নমানের চাল সংগ্রহের অভিযোগ

জামালপুরের সিংহজানী খাদ্য গুদামের সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা জিনাত শামছুন্নাহারের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উঠেছে।

সিংহজানী গুদাম সূত্র জানায়, ‘চলতি ইরি বোরো মৌসুমে জামালপুর সিংহজানী খাদ্য গুদামে চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা ছিল ১২ হাজার ৭০০ মেট্রিক টন। এ পর্যন্ত প্রায় ৭ হাজার মেট্রিক টন চাল ক্রয় করা হয়েছে। চাল সংগ্রহ অভিযানের শুরু থেকেই সিংহজানী খাদ্য গুদামের সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা জিনাত শামছুন্নাহার সুলতানার বিরুদ্ধে নি¤œমানের চাল ক্রয়সহ নানা অনিয়মের অভিযোগ উঠে। সদর উপজেলার ১৫টি ইউনিয়নের অধিকাংশ চেয়ারম্যান ওই কর্মকর্তার বিরুদ্ধে গুদাম থেকে চাল কম দেওয়ার ও চাল ডেলিভারির সময় খরচপাতি নেওয়ার অভিযোগ করেন।

এক ব্যবসায়ী বলেন, ‘জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের জেএসএল রাইস মিল থেকে সরকারি নির্দেশনার বাইরের আদ্রতায় ১৯ মেট্রিক টন চাল সিংহজানি খাদ্য গুদামে প্রবেশকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তা ধরে ফেলেন। বর্তমানে গুদাম সংরক্ষণ কর্মকর্তার এ অনিয়মের বিষয়ে অত্র কার্যালয়ের কর্মকর্তাদের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।’

সিংহজানী খাদ্যগুদামের সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা জিনাত শামছুন্নাহার সুলতানা তার বিরুদ্ধে আনিত সব অভিযোগ অস্বীকার করেন। জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মাহবুবুর রহমান খান বিষয়গুলোর তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist